পলিসির মেয়াদ পার হলেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। ওই ভুঁইফোঁড় অর্থ লগ্নি সংস্থার কৃষ্ণনগর, বেথুয়াডহরি ও তেহট্টের অফিসে ঝাঁপ পড়েছে। দিশেহারা সঞ্চয়কারীরা অর্থ ফেরত চেয়ে চাপ দিচ্ছেন এজেন্টদের। হুমকির মুখে পড়ে অনেক এজেন্টই ঘরছাড়া। চিন্তায় মাথায় হাত ছাপোষা আমানতকারীদের। যদিও এখনও পর্যন্ত ওই সংস্থার কোনও কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। নদিয়ার জেলা শাসক বিপি সেলিম বলেন, “অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ।”
|
কার্যালয় চালু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জেলা পরিবহণ দফতরের শাখা অফিস বৃহস্পতিবার চালু হল রঘুনাথগঞ্জে। জঙ্গিপুরের পরিবহন সংক্রান্ত সমস্ত কাজই হবে এই অফিসে। অতিরিক্ত জেলা শাসক রবীন্দ্রনাথ সরকার বলেন, “বহরমপুর অফিসের চাপ কমাতে এই শাখা অফিস চালু করা হয়েছে।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রেললাইনের ধার থেকে পুলিশ এক ব্যক্তির দেহ উদ্ধার করল। নাম সন্তোষ গুপ্ত (৩০)। বাড়ি মালদহ শহরে। পুলিশ জানায়, ওই ব্যক্তির ফরাক্কার রোজ ভ্যালির অফিসে কাজ করতেন। বুধবার অফিস থেকে বার হয়ে তিনি বাড়ি যাননি। শুরু হয় খোঁজাখুঁজি। পরের দিন সকালে ফরাক্কা স্টেশনের অদূরের রেল লাইন থেকে তাঁর দেহ মেলে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
|
ধর্ষণের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ধর্ষণের অভিযোগে বুধবার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত সাক্ষী মণ্ডল ও উত্তর মণ্ডল বড়ঞার কল্যাণপুরের বাসিন্দা। পুলিশ জানায়, দিন পনেরো আগে গ্রামেরই এক মহিলাকে ধর্ষণ করে ওই দু’জন। অভিযোগ জানালে খুনের হুমকিও দেয়। বাড়ির লোকজনের সাহায্যে ওই মহিলা নালিশ জানায়। |