রেলকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রেলওয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে কোন সংগঠন তা বেছে নিতে বৃহস্পতিবার থেকে বহরমপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে আগামী শনিবার পর্যন্ত। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের লালগোলা থেকে বাহাদুরপুর পর্যন্ত বিভিন্ন স্টেশনে কর্মরত ৮৬৪ জন রেলকর্মী তিন দিন ধরে ভোট দেবেন। ওই ভোটগ্রহণকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যে, আইটিটিইউসি অনুমোদিত ‘ইস্টানর্র্ রেলওয়ে এমপ্লয়িজ ওয়ার্কার্স কংগ্রেসের’ পোলিং এজেন্ট হিসেবে সিটু অনুমোদিত ‘ইস্টানর্র্ রেলওয়ে মেন্স ইউনিয়নের’ দুজন সদস্য নজরুল ইসলাম ও সিঞ্চন দত্ত কাজ করছেন। তাঁরা সংগঠনের রানাঘাট শাখার কাউন্সিলর পদে রয়েছেন। আইএনটিইউসি অনুমোদিত ইস্টানর্র্ রেলওয়ে মেন্স কংগ্রেসের কৃষ্ণনগর ব্রাঞ্চ সম্পাদক রজত বসু বলেন, “কৃষ্ণনগর ও বহরমপুরে আইটিটিইউসি অনুমোদিত ইস্টানর্র্ রেলওয়ে এমপ্লয়িজ ওয়ার্কার্স কংগ্রেসের সংগঠনের কোনও অস্তিত্ব নেই। ফলে ভোটে তারা পোলিং এজেন্টও দিতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে সিটু অনুমোদিত ইস্টানর্র্ রেলওয়ে মেন্স ইউনিয়ন তাদের কর্মীদের সরাসরি পোলিং এজেন্ট বানিয়ে আইএনটিইউসি’র ইস্টানর্র্ রেলওয়ে মেন্স কংগ্রেসকে হারানোর জন্য ছদ্ম জোট করেছে। যদিও তাদের উদ্দেশ্য রেলকর্মীরা সফল হতে দেবেন না বলেই আমাদের বিশ্বাস।” ওই অভিযোগ অস্বীকার করেন ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ ওয়ার্কার কংগ্রেসের পক্ষে সিঞ্চন দত্ত। তিনি বলেন, “আইটিটিইউসি’র রেলকর্মী সংগঠনের পোলিং এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ ভিত্তিহীন। কোনও সংগঠন যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের নাম পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করে, তাহলে আমাদের করণীয় কিছু নেই। গোটা বিষয়টি ভিত্তিহীন।” |