টুকরো খবর |
তথ্যপ্রযুক্তি আইনে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ছবি বিকৃত করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমন চক্রবর্তী। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং থানার বড়চাহারায়। বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। তথ্যপ্রযুক্তি আইনের তিনটি ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” বুধবার সবং থানায় অভিযোগ দায়ের করেন বছর সতেরোর এক কিশোরীর বাবা। ওই কিশোরীর ছবিই বিকৃত করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় গ্রেফতার করা হয় সুমনকে। পুলিশ সূত্রে খবর, এক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ঘটনার তদন্ত করছেন।
|
সাঁওতালি স্কুলে নিয়োগের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যে সমস্ত স্কুলে সাঁওতালি ভাষায় পঞ্চম-ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছে, সেখানে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা, স্কুলগুলোয় ছাত্রাবাস তৈরি-সহ বেশ কিছু দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়ের দ্বারস্থ হল আদিবাসী সমাজ-শিক্ষণ সাংস্কৃতিক সংস্থা। বৃহস্পতিবার সংস্থার এক প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শকের দফতরে এসে নিজেদের দাবি জানান। সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষক প্রশিক্ষন চালু করার জন্য স্থায়ী শিক্ষক শিক্ষণ কেন্দ্র তৈরি করারও দাবি জানানো হয়।
|
পরপর দুর্ঘটনা, থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দিনের বেলা রেলশহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোয় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা-সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার খড়্গপুর টাউন থানায় বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন ধীরাজকুমার যাদব, অলোকেশ মহাপাত্র প্রমুখ। শহরে ট্রাফিক ব্যবস্থা আরও ঢেলে সাজার দাবি জানানো হয়। থানার আশ্বাস, প্রয়োজনে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ট্রাফিক পুলিশ বাড়ানো হবে।
|
স্মারকলিপি |
চালক, খালাসি এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা সরল করা, চিকিৎসা বিমা, ভাড়া নির্ধারণ ও রুট চার্ট ব্যবস্থা করা-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ডেপুটেশন দেয় বেঙ্গল স্মল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশন।
|
মন্দিরে চুরি |
মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়। বুধবার রাতে মন্দিরের গ্রিল ভেঙে রুপোর গয়না এবং পুজোর সরঞ্জাম চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। |
|