হুলা পার্টি হাজার চেষ্টা সত্ত্বেও পথ বদলাল না হাতির দল। বরং বৃহস্পতিবার সেনাবাহিনীর বুদবুদ বেসের জঙ্গলের আরও গভীরে চলে গেল তারা। বন দফতরের আশঙ্কা, কাঁকসার বসতি এলাকায় ঢুকে পড়তে পারে হাতির পাল। সে জন্য অবশ্য সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বন দফতরের তরফে। বেশ কয়েক দিন ধরেই হাতির পালটি ঘুরে বেড়াচ্ছে দামোদরের এ পাড়ে কাঁকসা ও বুদবুদের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবার সকালে ১৬টি হাতির দল ঢুকে পড়ে কাঁকসা থানার আমলাজোড়া পঞ্চায়েতের মোবারকগঞ্জে। প্রচুর আমগাছ, ধান, কুমড়ো, টম্যাটো, শসা খেত নষ্ট করে তারা। হাতির পায়ের ধাক্কায় জখম হন স্থানীয় আলসেপাড়ার বাসিন্দা ধীরেন পাল নামে মধ্যবয়স্ক এক ব্যক্তিও। আপাতত তিনি কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে হাতিগুলিকে দামোদর পাড় করিয়ে বড়জোড়া রেঞ্জে পাঠানো হয়। কিন্তু পরের দিনই দলটি আরও সংখ্যায় ভারি হয়ে ফিরে আসে বুদবুদের সেনা ছাউনির অ্যামুনিশন ডিপোর পাশের জঙ্গলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দফতরের কসবা বিট অফিস থেকে বন কর্মীরা। হাতির তাড়া থেকে বাঁচতে গিয়ে মহম্মদ ওয়াব শেখ নামে কসবা বিট অফিসের এক বন শ্রমিক জখমও হন। তাঁকে পানাগড়ের সেনা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বন দফতরের বর্ধমান বিভাগের পানাগড় রেঞ্জ অফিসার কাশিনাথ দে জানান, বুধবার রাতে হুলা পার্টির লোকজন হাতির পালটিকে দামোদর পার করিয়ে বড়জোড়া রেঞ্জে পাঠানোর চেষ্টা করে। কিন্তু ফল হয়নি। তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে ফের চেষ্টা হয়। কিন্তু হাতিগুলি আরও গভীর জঙ্গলে চলে যায়। রাতে দলটির গতিবিধির উপর দৃষ্টি রাখা হচ্ছে যাতে তারা কোনও ভাবেই পাশের কাঁকসার দিকে বসতি এলাকায় চলে না যায়।”
|
চোরাই কাঠ আটক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বনের ভিতর থেকে কাঠ পাচারের সময় গাড়ি আটক করল বন দফতরের কর্মীরা। কৃষ্ণনগর শহর লাগোয়া বাহাদুরপুর জঙ্গলের ভিতর থেকে সেগুন কাঠ বোঝাই গাড়িটি আটক হলেও চালক পলাতক। ডিএফও তৃপ্তি সাহ বলেন, “ বনকর্মীরা হানা দিয়ে গাড়িটি আটক করেছে।” গাড়ির মালিকের সন্ধান পাওয়া গিয়েছে।
|
পুকুর ভরাট বন্ধ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বেআইনি ভাবে পুকুর ভরাট করা রুখতে এগিয়ে এলেন মেয়র। বৃহস্পতিবার আসানসোল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় একটি ৩০ বছরের পুরনো পুকুর ভরাটের উদ্যোগ নেন এলাকার কিছু প্রমোটার। স্থানীয় বাসিন্দারা বাধা দেন। আসেন পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ও। পুলিশের কাছে অবশ্য অভিযোগ দায়ের হয়নি।
|