আর্থিক দুর্নীতির অভিযোগে প্রায় দশ ঘণ্টা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল এক দল তৃণমূল সমর্থক। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েত অফিস ঘেরাও হয়। আটকে পড়েন প্রধান-সহ পঞ্চায়েতের অন্য আধিকারিকেরা। তৃণমূল নেতা চঞ্চল পান বলেন, “২০০৯ সালে একটি অনুন্নত গ্রাম উন্নয়ন প্রকল্পের শংসাপত্র দেখানো হলেও সেই কাজ আদৌ হয়নি। গত এক বছর ধরে হিসেব চাওয়া হলেও তা দিতে পারেননি প্রধান। তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি করছি আমরা। তাঁকে গ্রেফতারের দাবিতেই ঘেরাও হয়েছে।” |
অন্য দিকে, প্রধান সিপিএমের শোভা রায় বলেন, “স্থানীয় গৌরীপুর গ্রামের উন্নয়নে যে টাকা এসেছিল, তা যথাযথ খরচ হয়েছে। আইসিডিএস এবং সজলধারা নিয়ে প্রকল্প নিয়ে অভিযোগও মিথ্যা।” সন্ধ্যায় মহকুমাশাসক অরিন্দম রায় পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
|
মহকুমা ক্রিকেটে জয়ী শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
মহকুমা ক্রিকেট লিগের সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন হল শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব। রানার্স কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। প্রথম ডিভিশনে জয়ী কোতরং স্পোর্টিং ক্লাব। এই বিভাগে রানার্স হয়েছে কুমুদ স্মৃতি সঙ্ঘ। দু’দলই আগামী মরসুমে সুপার ডিভিশনে খেলবে। সুপার ডিভিশন থেকে নেমে গিয়েছে বৈদ্যবাটির বিএসপার্ক এবং ডানকুনি স্পোর্টিং ক্লাব। তারা আগামী মরসুমে প্রথম ডিভিশনে খেলবে। শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শেখর চট্টোপাধ্যায় জানান, সুপার ডিভিশনে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের দু’টি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ হয়। হয়। দু’টি গ্রুপ থেকে ৪টি করে দল নকআউট পর্যায়ে ওঠে। গত ১৪ এপ্রিল কোন্নগর অলিম্পিক মাঠে ফাইনাল হয়। প্রথমে ব্যাট করে শ্রীরামপুরের দলটি ৯ উইকেটে ২৪৮ রান করে। জবাবে ফ্রেন্ডস ইউনিয়ন ৮ উইকেট হারিয়ে ২৪২ রানে থেমে যায়। প্রথম ডিভিশনে ২০টি দলকে ৩টি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের খেলা হয়। প্রতি গ্রুপ থেকে ২টি করে দলকে নিয়ে সুপার লিগ হয়। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কোতরং স্পোর্টিং। রানার্স কুমুদ স্মৃতি সঙ্ঘ।
|
জিটি রোড অবরোধ
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
পাড়ার রাস্তা সংস্কারের দাবিতে জিটি রোড অবরোধ করল জনতা। বুধবার রাতে মাহেশের গাঙ্গুলিবাগানের সামনে ওই অবরোধ হয়। পুরসভা সূত্রের খবর, বিএসইউপি প্রকল্পে ওই কাজ হওয়ার কথা। পুরসভার সংশ্লিষ্ট অফিসারের গাফিলতিতে কাজ হচ্ছে না। ঘণ্টা দু’য়েক অবরোধ চলার পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। শীঘ্রই রাস্তা সংস্কার করা হবে বলে পুরপ্রধান আশ্বাস দিয়েছেন। |