|
|
|
|
ধুবুরি, বালুরঘাটে ‘সিল’ সারদার কারখানা, দফতর |
নিজস্ব প্রতিবেদন |
সারদা গোষ্ঠীর এজেন্ট ও আমানতকারীদের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের থাকা সংস্থার অফিসটি ‘সিল’ করে দিল জেলা প্রশাসন। ওই অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার জরুরি বৈঠক করেছেন। সংস্থাগুলির স্থায়ী সম্পত্তি কোথায়, কতটা রয়েছে, তা নিয়ে বিশদে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। ওই গোষ্ঠীর ২৯১ জন এজেন্ট এবং আমানতকারীরা বালুরঘাট থানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুরঘাটে সারদা গোষ্ঠী সহ আরও ৩টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আমানতকারীরা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। সারদার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলি কলকাতায় মূল মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি অন্য সংস্থার বিরুদ্ধে অভিযোগের মামলাগুলি তদন্ত শুরু হয়েছে।” পাশাপাশি, ধুবুরিতে সারদা গোষ্ঠীর ভাসাঙ্ক ফুডস প্রাইভেট লিমিটেড নামের বিস্কুট কারখানা ‘সিল’ করে দিল ধুবুরি জেলা প্রশাসন। ধুবুরির জেলাশাসক কুমুদ চন্দ্র কলিতা জানান, ওই সংস্থার কারখানা ও শাখা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। |
|
টাকা চেয়ে সারদা গোষ্ঠীর এজেন্ট-আমানতকারীদের বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
এ দিন গচ্ছিত টাকা ফেরত চাইলে এক আমানতকারীকে মারধর করার অভিযোগ উঠেছে এজেন্টদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ির পানবাড়ি এলাকায়। জখম আমানতকারীকে ময়নাগুড়ি প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ওই আমানতকারীর নাম অমূল্যচন্দ্র সরকার পেশায় হাতুড়ে সানমার্গ নামে এক সংস্থার চড়া সুদের আশায় তিনি ক’মাস আগে ২ লক্ষ ৭০ হাজার টাকা জমা রাখেন। ময়নাগুড়িতে সংস্থাটির অফিস ছিল না। টাকা তুলে এজেন্টরা শিলিগুড়িতে জমা করতেন। সম্প্রতি সংস্থাটি উঠে যায়।
এ দিকে, চার বছর আগে ঝাঁপ বন্ধ করা সংস্থা, ‘সমাজকল্যাণ সমিতি’-র চেয়ারম্যান মিঠু রায়কে ধরল পুলিশ। বৃহস্পতিবার ধূপগুড়ির কাঠুলিয়ার ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নামে পুলিশ বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনেছে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “৮-১০ লক্ষ টাকা সে মেটাচ্ছিল না বলে অভিযোগ পেয়ে আমরা ওই যুবককে গ্রেফতার করি।” |
|
|
|
|
|