এস অ্যান্ড পি-র কাছে মূল্যায়ন বাড়ানোর দাবি |
আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি-র কাছে রেটিং বাড়ানোর পক্ষে সওয়াল করল কেন্দ্র। আর তার জেরেই কিছুটা ভরসা পেয়ে বৃহস্পতিবার সেনসেক্স বাড়ল ২২৭.৪৯ পয়েন্ট। সেই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক তার আসন্ন ঋণনীতিতে সুদ কমাবে, এই আশাও ইন্ধন জুগিয়েছে লগ্নিকারীদের। ফলে এ দিন সূচক পৌঁছে যায় গত ছ’সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অঙ্কে।
এ দিন এস অ্যান্ড পি-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কেন্দ্র জানিয়েছে, রাজকোষ ঘাটতি কমিয়ে উন্নয়নের সড়কে ফিরতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে মনমোহন সিংহ সরকার। আর্থিক সংস্কারের রথ দ্রুত এগিয়ে নিয়ে যেতেও সরকার কৃতসংকল্প। এই পরিপ্রেক্ষিতে গত বছর ভারতকে কালো তালিকায় রেখে তার রেটিং কমানোর যে-হুমকি এস অ্যান্ড পি দিয়েছিল, তা ফিরিয়ে নিয়ে মূল্যায়ন বাড়ানোর সময় এসেছে বলে দাবি করছে কেন্দ্র। মূল্যায়ন সংস্থাটির সঙ্গে বৈঠক সেরে কেন্দ্রীয় অর্থ সচিব অরবিন্দ মায়ারাম এ কথা জানান। প্রসঙ্গত, গত বছর ভারতের রেটিং কমিয়ে ‘জাঙ্ক’ পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল এস অ্যান্ড পি ও ফিচ। যার জেরে বেড়ে যেত ভারতের ঋণ নেওয়ার ঝুঁকি। কেন্দ্রের দাবি, এস অ্যান্ড পি এই মুহূর্তে ভারতের অর্থনীতি সম্পর্কে অনেকটাই ইতিবাচক মনোভাব নিয়েছে। ফলে রেটিং বাড়বে বলেও কেন্দ্র আশাবাদী।
এই আশ্বাসের প্রভাবেই এ দিন সেনসেক্স ২২৭.৪৯ পয়েন্ট বেড়ে থামে ১৯,৪০৬.৮৫ পয়েন্টে। এ দিকে, এতিহাদের সঙ্গে জেট এয়ারওয়েজের জোটের কথা বুধবারই ঘোষণা করা হয়েছে। ফলে এ দিন জেটের শেয়ার দরও বেড়েছে ২০%। |