চিন যাচ্ছেন বিদেশমন্ত্রী, উত্তাপ কমানোর চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে চূড়ান্ত উত্তেজনার মধ্যে বিদেশমন্ত্রী সলমন খুরশিদকে বেজিং পাঠানোর সিদ্ধান্ত নিল মনমোহন সিংহ সরকার। ৯ মে তিনি চিন সফরে যাচ্ছেন। সীমান্ত সমস্যা যাতে আরও জটিল না হয়ে ওঠে, সে জন্যই কূটনৈতিক আলোচনায় সমাধানের পথ খুঁজছে ভারত। আজ বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে দু’দেশেরই স্বার্থ জড়িত। বিভিন্ন বিষয়ে দু’দেশের মতবিরোধ থাকতে পারে। কিন্তু এত বছর ধরে সম্পর্কের যে বুনিয়াদ তৈরি হয়েছে তা নষ্ট হওয়া ঠিক নয়। ১০ দিনের বেশি হয়ে গেল লাদাখের দৌলত বেগ সেক্টরে ভারতীয় ভূখণ্ড থেকে নড়ার নাম করছে না চিনা সেনা। তিনটি ফ্ল্যাগ মিটিং হয়ে গিয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে আলোচনাও হয়েছে। কিন্তু বরফ গলেনি। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে একমত নয় সেনাবাহিনী। সেনার একটা বড় অংশ চায়, চিনের এই কাণ্ডের ‘যোগ্য জবাব’ দেওয়া হোক। অন্যদিকে বিদেশ মন্ত্রকের বক্তব্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে মতপার্থক্য ছিলই। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। চিন-প্রশ্নে কেন্দ্রের উপরে চাপ বাড়িয়েছে বিজেপি। দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিজেপি ইতিমধ্যেই সর্বদল বৈঠক ডাকার আবেদন জানিয়েছে। চিনের মোকাবিলায় সরকার কী পদক্ষেপ করছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
|
বাবা ওবামার ফন্দি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
শুধু তো দেশ-বিদেশের নীতি ঠিক করা নয়, মেয়েদের ঝক্কিও পোহাতে হয় তাঁকে। তাই চোদ্দো বছরের মালিয়া ও বছর এগারোর সাশাকে সামলাতে নতুন উপায় বার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেয়েদের তিনি বলে দিয়েছেন, কেউ যদি ট্যাটু আঁকানোর কথা ভেবে থাকে, তা হলে তিনি ও স্ত্রী মিশেল ওই একই ট্যাটু একই জায়গায় করবেন। তার পর সেই ‘ফ্যামিলি ট্যাটুর’ ছবি তুলে দিয়ে দেবেন ইউ টিউবে। সম্প্রতি একটি চ্যানেলের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট এই কথা জানিয়েছেন। তাঁর কথায়, “এই ভাবে হয়তো ওদের আটকাতে পারব।”
|
আফগানিস্তানে জয়ের দাবি ন্যাটোর
সংবাদসংস্থা • কাবুল |
তালিবানের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য এসেছে, দাবি করল ন্যাটো। বৃহস্পতিবার ন্যাটোর ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স’-এর প্রধান জোসেফ ডানফোর্ড বলেন, “এখনও বহু চ্যালেঞ্জ বাকি ঠিকই। কিন্তু এটা মানতেই হবে আফগানিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে।” তাঁর দাবি, তালিবান আমলের থেকে দ্বিগুণ শিশু এখন স্কুলে যায়, উন্নতি হয়েছে স্বাস্থ্য পরিষেবা, টেলি যোগাযোগ ব্যবস্থারও।
|
যুদ্ধের শিকার সিরিয়ার স্থাপত্য
সংবাদসংস্থা • বেইরুট |
আসাদ সরকার এবং গণতন্ত্রকামী বিদ্রোহীদের লড়াইয়ে ধ্বংস উত্তর সিরিয়ার অ্যালেপ্পোয় পাথরের তৈরি ধর্মস্থান উমাইয়াদ মসজিদের চুড়ো। বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী স্থাপত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ইউনেস্কো। আমেরিকান ইউনিভার্সিটি অফ বেইরুটের পুরাতত্ত্ব বিভাগের এক অধ্যাপক বলেছেন, “ এই ঘটনা তাজমহল বা আথেন্সের অ্যাক্রোপলিস ধ্বংসের মতোই ভয়ঙ্কর।”অন্য দিকে পাঁচ সপ্তাহের টানা লড়াইয়ের পর দামাস্কাস শহরে আধিপত্য কায়েম করল আসাদ বাহিনী।
|
শনাক্ত ভারতীয় ছাত্রের দেহ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
অবশেষে শনাক্ত হল আমেরিকায় নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত ছাত্র সুনীল ত্রিপাঠীর দেহ। মার্চ মাসে নিখোঁজ হয়ে যান সুনীল। পরে প্রভিডেন্স নদীতে একটি দেহ পাওয়া যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেহটি সুনীলেরই। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুনীল ১৬ মার্চ তাঁর ঘর থেকে উধাও হয়ে যান। ঘর থেকে তাঁর মোবাইল, পরিচয়পত্র, ওয়ালেট উদ্ধার করেন সহপাঠীরা। |