অনূর্ধ্ব ১৯-এর পরে অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা ক্রিকেটেও রাজ্যে সেরা হয়েছে বর্ধমান। বৃহস্পতিবার কলকাতার ওয়াইএমসি মাঠে বর্ধমান ৮২ রানে হুগলিকে হারায়। প্রথমে বর্ধমান ৪০ ওভারে করে ২৩৪-৮। ঐশিক পটেল ৮৪, দশরথ হেমব্রম ২৮ রান করেন। জবাবে হুগলি ৩৩.৫ ওভারে ১৫২ করে সকলে আউট হয়ে যায়। চন্দন সিংহ ৫৫ রান করে। বর্ধমানের অফ স্পিনার দেবজ্যোতি মিশ্র ৪৫ রানে ৫টি ও সূর্য চৌধুরী ১৭ রানে দু’টি উইকেট দখল করেন। বর্ধমান ইতিমধ্যে অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে। ২৮ এপ্রিল হাওড়ার বিরুদ্ধে খেলবে তারা। তা জিততে পারলে বয়সভত্তিক ক্রিকেটে খেতাব জয়ের হ্যাটট্রিক করবে বর্ধমান। এ দিন জয়ের পরে জেলাশাসক তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওঙ্কার সিংহ মিনা শুভেচ্ছা বার্তা পাঠান। তাতে তিনি বলেন, “জয়ী দলগুলির ক্রিকেটারদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবধর্না দেওয়া হবে।” জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষের ক্ষোভ, “পরপর কয়েক বছর ধরেই আমরা বয়সভত্তিক ক্রিকেটে জিতছি। তবু সিএবি-র রাজ্য দলে দেখা যাবে কলকাতার ক্রিকেটারদের রমরমা। এই জয়গুলো সেই পরম্পরা পাল্টাতে পারবে কি না, জানি না!”
|
ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কোলিয়ারির উদ্যোগে একটি কমিউনিটি হল তথা ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হল বৃহস্পতিবার। পাশেই একটি ফুটবল মাঠেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরিয়ার জিএম অজয়কুমার সিংহ। হাজির ছিলেন কোলিয়ারির এজেন্ট একে সেনগুপ্ত। অজয়বাবু বলেন, “ক্রমেই ইন্টারনেট এবং ফেসবুকে আকৃষ্ট হয়ে পড়ছে নয়া প্রজন্ম। খেলার মাঠের অভাব মিটিয়ে তাদের আবার মাঠমুখী করতেই এই ইন্ডোর এবং আউটডোর মাঠের উদ্বোধন করা হল।”
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হল বার্নপুর সিএলএ। বৃহস্পতিবার আসানসোল স্টেডিয়ামের এই খেলায় তারা রঘুনন্দন সিএকে ৩৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে বার্নপুর ৬ উইকেটে ১৭৬ রান করে। জবাবে ১৩২ রানে শেষ হয়ে যায় রঘুনন্দন। |