টুকরো খবর |
ট্রাক থামিয়ে টাকা আদায় মালবাজারে
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ট্রাক থামিয়ে ঢিল মেরে টাকা আদায়ের চেষ্টার ঘটনা ঘটল মালবাজারে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১০টায় ঘটনাটি ঘটে মালবাজার থানার উল্টো দিকে ৩১ নম্বর জাতীয় সড়কে। মালবাজারের রাঙামাটি চা বাগানের পরিত্যক্ত লোহার যন্ত্রপাতি ও পরিত্যক্ত ট্রাক্টরের যন্ত্রাংশ নিলাম হয়। তা নিলামে কেনেন রাঙামাটি চা বাগানের বাসিন্দা বিধায়ক বুলু চিক বরাইকের ভাই দেওনন্দন চিক বরাইক। জিনিস নিয়ে চারটি ট্রাক জলপাইগুড়ির দিকে রওনা হয়। পুলিশ তদন্তে জেনেছে, তোলা আদায়ের জন্যে তিনটি বাইকে করে দুষ্কৃতীরা বাগানের রাস্তায় ট্রাকগুলিকে দাঁড় করানোর চেষ্টা করে। চালক টাকা দিতে আপত্তি করে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন। শহরে ঢোকার পর মালবাজার থানার সামনেই বাইকগুলি ট্রাকের কনভয়ের পথ আগলে দাড়িয়ে পড়ে। বাইক আরোহীরা ট্রাক লক্ষ করে ঢিল মারে। ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। মালবাজার থানার সামনে এই ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মালবাজার থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ গিয়ে রমেশ ওঁরাও, অজয় ওঁরাও, বিজয় ওঁরাও নামের তিন দুষ্কৃতীকে ধরে। প্রত্যেকেই রাঙামাটি চা বাগানের বাসিন্দা বলে পুলিশ জানায়। দেওনন্দন চিক বরাইক মালবাজার থানায় চার দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “ট্রাক চালকদের কাছে শুনেছি, ওরা টাকা চাইছিল। শহরের ভিতরে এমন কাণ্ড ঘটনা হবে তা ভাবাই যায় না।”
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বুধবার সকালে নদীর চরে বালি চাপা দিয়ে রাখা মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বক্সিরহাটে তেলিপাড়া খাগড়িবাড়ি ২ গ্রামে রায়ডাকের চরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছেন, মৃত মহিলার নাম পুরবী পাল (৩২)। বাড়ি বারবিশা লস্করপাড়ায়। তিনি গত সাত দিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার পুরবীর বাবা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন। সেই দিনই শামুকতলা রোড থেকে মহিলাকে উদ্ধার করে পুলিশ তাঁকে বাপের বাড়িতে পৌঁছে দেন। এ দিন সকালে নদীর চর থেকে দেহটি উদ্ধার হয়। মহিলার দেহে বেশ কিছু ক্ষতচিহ্ন মিলেছে। এদিন বাসিন্দারা চরে দেহটি দেখে পুলিশে খবর দেন। বক্সিরহাট থানার ওসি জয়দেব ঘোষ জানিয়েছেন, মৃতার বাবা ও দাদাকে জেরার জন্য আটক করা হয়েছে।
|
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির অম্বিকানগর এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম উমেশ মাহাতো ও লব সরকার। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একটি ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২ জন আগ্নেয়াস্ত্র বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এদিন ওই পাইপগান বিক্রির জন্য সেখানে জড়ো হয়। খবর পেয়ে এনজেপি সাদা পোশাকের পুলিশ সেখানে হানা দিয়ে ওই ২ জনকে গ্রেফতার করে। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কেউ ওই ঘটনায় জড়িত রয়েছে কি না তা দেখা হচ্ছে।”
|
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের এক মহিলার গলার হার ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার বিকালে প্রধাননগর থানার চম্পাসারি মোড়ে। পুলিশ সূত্রের খবর, এদিন দুই মহিলা চম্পাসারি মোড় হয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় বাইকে চেপে আসা দুই যুবক ওই মহিলাদের সামনে দাঁড়িয়ে পড়ে। গলার চেন ছিনিয়ে নিয়ে মোটরবাইকে চেপে পালিয়ে যায় তারা। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এর আগে শিলিগুড়ি থানায় একই কায়দায় একাধিক মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
|
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
২৮ কেজি গাঁজা সহ ধরা পড়ল এক পাচারকারী। মঙ্গলবার রাতে জলপাই মোড়ে সুশীল মজুমদার নামে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। ৩ টি ব্যাগে এই গাঁজা বিহার থেকে নিয়ে এসে কোথাও পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বাড়ি কোচবিহারের ফলিমারিতে।
|
চা আলোচনা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণ দিতে এগিয়ে এল সিকিম বিশ্ববিদ্যালয়। ক্ষুদ্র চাষিদের নিয়ে জলপাইগুড়িতে ‘ইনটারাকশন উইথ স্মল টি গ্রোয়ার্স অফ জলপাইগুড়ি ডিস্ট্রক্ট’ শীর্ষক সভায় বিশ্ববিদ্যালয়ে প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট প্রধান নীলাদ্রি বাগ জানান, তাঁরা চা চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। উপ অধিকর্তা কল্যাণ ভট্টাচার্য জানান, চাষির দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বিদ্যুৎ বন্টন নিগমের সাব স্টেশন ও বিভাগীয় দফতর গড়ে তোলার দাবি করে নিগমের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। বুধবার সংস্থার মহকুমা শাখার পক্ষে সম্পাদক মোহিত শিকদার জানান, জমি চিহ্নিত করার পরেও সাব স্টেশন তৈরি করার কাজ শুরুই করা হয়নি।
|
ধর্ষণের নালিশ |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী মার্কিন নাগরিক এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল। বুধবার রাতে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ওই তরুণী জানিয়েছেন, অভিযুক্ত তাঁর পরিচিত। শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “একটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। সে হিসেবে মামলা করা হয়েছে। ঘটনাটি অনেকদিন আগের। ওই মহিলার পূর্ব পরিচিত এক ব্যক্তি ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ সূত্রের খবর, বছর দু’য়েক আগে ওই মহিলা স্বেচ্ছাসেবী সংস্থার কাজের সূত্রে শিলিগুড়িতে আসেন। মাটিগাড়ার বালাসন কলোনিতে একটি স্কুল তৈরি করেন তিনি। স্কুল তৈরির সময় এলাকার এক বাসিন্দার সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ৫ এপ্রিল বাগডোগরার একটি হোটেলে নিয়ে গিয়ে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এদিন এলাকার বাসিন্দাদের সহযোগিতা নিয়ে তিনি থানায় অভিযোগ জানান। |
|