সরকারি প্রকল্পে শৌচাগার নির্মাণের টাকা তছরুপের অভিযোগ উঠল একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। কাকদ্বীপের অক্ষয়নগর গ্রামের ওই স্বেচ্ছাসেবী সংস্থার মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিও অভিজিৎ চৌধুরী।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্যবিধান প্রকল্পে ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকে শিশু-শিক্ষাকেন্দ্র, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে প্রায় ১৭১টি কেন্দ্রে শৌচাগার নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রতিটি শৌচাগার নির্মাণের জন্যে বরাদ্দ ধরা হয় ২৭ হাজার টাকা। গোটা প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে প্রায় ৩৮ লক্ষ টাকা অনুমোদন হয়। সরকারি নিয়মানুযায়ী শৌচাগার নির্মাণের পুরো টাকা নির্মাণকারী ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে অগ্রিম দিয়ে দেওয়া হয়। ওই সংস্থার সম্পাদক বাসুদেব গিরি ২০১০ সালে ২৬ সেপ্টেম্বর শৌচাগার নির্মাণের জন্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেন বিডিও অফিসে। ওই শংসাপত্রে বলা হয়, ৮৮টি বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ হয়ে গিয়েছে। বাকিগুলিতে নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু পরে অডিট রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখা যায়, বহু বিদ্যালয়ে শৌচাগার তৈরিই হয়নি। এমনকী যেখানে শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে শংসাপত্রে দাবি করা হয়েছে তার সঙ্গে বাস্তবে কোনও মিল নেই। বরং বিস্তর ফারাক রয়েছে। অডিট রিপোর্টের পাশাপাশি শৌচাগার পরিদর্শনের জন্যে পাঠানো হয় বিদ্যালয় পরিদর্শককে। বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্লক প্রশাসন জানতে পারে ৮৮টি বিদ্যালয়ের পরিবর্তে মাত্র ৩৫টি বিদ্যালয়ে শৌচাগার নির্মাণ করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার সম্পাদক বাসুদেব গিরিকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। প্রশাসনের কাছে তিনি স্বীকার করেন যে সংস্থার পক্ষ থেকে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। তবে এক বছরের মধ্যে সমস্ত শৌচাগার নির্মাণ করে দেওয়া হবে বলে প্রশাসনের কাছে অঙ্গীকার করেন তিনি। কিন্তু তারপর দু’বছর কেটে গেলে পুনরায় তদন্ত করে দেখা যায়, নতুন কোনও শৌচাগারই নির্মাণ হয়নি। এর পরই গত ১৪ ফেব্রুয়ারি কাকদ্বীপ থানায় বাসুদেববাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও অভিজিৎ চৌধুরী। তিনি জানান, ওই বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট বিডিওকে। জয়েন্ট বিডিও কৃষেন্দু ঘোষ বলেন, “ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি জেলাশাসক ও মহকুমা শাসককেও সব জানানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, বাসুদেব গিরি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। |