শাসক দলের হুমকির অভিযোগ তুলে বুধবার সিপিএম ও কংগ্রেস স্কুল পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার করে নিল। চলতি মাসের ২৮ তারিখে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ভোট হওয়ার কথা। বিরোধীরা না লড়ায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল। সিপিএমের শিমুরালি লোকাল কমিটির সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য প্রার্থীদের উপর চাপ দিচ্ছিল তৃণমূল। নিরাপত্তা কারণে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেন না।” একই অভিযোগ কংগ্রেসের। কল্যাণী ব্লক কংগ্রেসের সভাপতি বাদল রায় মুখোপাধ্যায় বলেন, “শাসক দলের সন্ত্রাসের ভয়ে আমরা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছি।” অভিযোগ অস্বীকার করে চাকদহের বিধায়ক তৃণমূলের নরেশচন্দ্র চাকী বলেন, ‘‘প্রলোভন দেখিয়ে কয়েকজনকে প্রার্থী করেছিল বিরোধীরা। স্বার্থ চরিতার্থতা না হওয়ার আশঙ্কায় তাঁরা সরে দাঁড়িয়েছেন।” প্রধান শিক্ষিকা শম্পা বসু বলেন, “স্কুলের ভিতরে কোনও গোলমাল হয়নি।”
|
বাস ও অটোচালকদের মধ্যে সংঘর্ষে বুধবার রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। দু’টি অটোতে ভাঙচুর চলে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটো চালক সংগঠনের সম্পাদক কাওসার আলম বলেন, “ফুলতলা-ওমরপুর রুটে যাত্রী তুলতে দেওয়া হয় না। এ নিয়ে ঝামেলায় দু’টি অটোতে ভাঙচুর করেন বাসকর্মীরা।” বাস মালিক সংগঠনের পক্ষে মনিরুদ্দিন মণ্ডল বলেন, “বেআইনি অটো চলা নিয়ে ঝামেলা হলেও কোনও ভাঙচুর হয়নি।”
|
ঘুমন্ত অবস্থায় কুপি থেকে আগুন লেগে মৃত্যু হল এক যুবকের। নাম খান্দু বারিক (৩২)। মঙ্গলবার কান্দি পুরসভার কলাবাগানে রাতে নিজের বাড়িতে ঘুমোনোর সময় বিছানায় আগুন ধরে যায়। সেই আগুন লাগে তাঁর গায়ে। ওই যুবককে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন সেখানে তিনি মারা যান। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। |