কলকাতা ডার্বি মে-র তৃতীয় সপ্তাহে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঝুলে থাকা কলকাতা লিগের খেলা মে-র তৃতীয় সপ্তাহে শেষ করতে চায় আইএফএ। আই লিগ শেষ হচ্ছে ১২ মে। তারপরই কলকাতা লিগের শেষ তিনটি ম্যাচ কবে হবে তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন কর্তারা। বাকি তিন ম্যাচে রয়েছে ডার্বিও। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “নানা কারণে লিগ শেষ করতে পারিনি। তবে মে-র তৃতীয় সপ্তাহে শেষ হয়ে যাবে।” আইএফএ চাইছে পুরনো নিয়মেই জুলাইয়ের প্রথম সপ্তাহে পরের বারের লিগ শুরু করতে। যাতে তা শেষ হয় আই লিগ শুরুর আগেই। অর্থাৎ আই লিগের তিন বড় ক্লাব প্রাক-মরসুম প্রস্তুতির জন্য পাবে এক মাস। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পঞ্চম ডিভিশনের দলবদল। প্রিমিয়ার লিগের দলবদল শুরু ১ জুন। ফেডারেশনের নিয়মে আন্তঃ রাজ্য ছাড়পত্রের সময় ৪ জুন-৩১ অগস্ট। কর্তাদের আশা কলকাতা লিগ শুরুর আগেই ক্লাবগুলি ভিন রাজ্যের ফুটবলারদের সই করিয়ে নেবে।
|
আই লিগের বাকি ম্যাচ তো বটেই, কলকাতা লিগের ডার্বিতেও নামতে পারবেন না হরমনজিৎ খাবড়া। তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙেছে। অস্ত্রোপচারও হবে। মালয়েশিয়া থেকে ফিরে ট্রেভর জেমস মর্গ্যান বললেন, “পাঁচ থেকে ছ’সপ্তাহ সময় লাগবে।” অর্থাৎ এই মরসুমে ফেরার সম্ভাবনা নেই লাল-হলুদ ফুটবলারটির। খাবরার চোট নিয়ে মুখ খুললেও আদৌ কোচ থাকবেন কি না তা নিয়ে মন্তব্য করতে চাননি মর্গ্যান।
|
ফাইনালে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি |
গঙ্গা মোটরস কাপে ফাইনালে বনগাঁ সিসিসির মুখোমুখি মেনল্যান্ড সম্বরন অ্যাকাডেমি। বুধবার বিবেকানন্দ পার্কে দ্বিতীয় সেমিফাইনালে অশোক মলহোত্র সিএ-কে ৬৯ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে সম্বরণ অ্যাকাডেমি করে ২২৭-৮ (২৮ ওভার)। জবাবে অশোক মলহোত্র অ্যাকাডেমি ১৫৮-১০ (২৫.৪ ওভার)। মেনল্যান্ড সম্বরণের রাহুল বর্মন ৫৪ রান, দশরথ হেমব্রম ৩-৩১। ফাইনালে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা জিৎ। |