লটারি কাণ্ডে প্রতারিত মানুষজনকে টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন পেলেন শেওড়াফুলির ধৃত তৃণমূল নেতা তোতন ঘোষ। বুধবার ধৃতকে শ্রীরামপুরের এসিজেএম আদালতে তোলা হয়। তাঁর আইনজীবী আদালতকে জানান, ধৃত নেতা লটারির টাকা ফিরিয়ে দিতে সম্মত আছেন। এরপরেই আদালত তাঁর জামিনের বিষয়টি মঞ্জুর করেন। এর আগে পুলিশ তোতনবাবুর শেওড়াফুলির বাড়িতে অভিযান চালিয়ে ওই লটারি বিক্রির বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেন। জেলার এক বিধায়কের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ওই তৃণমূল নেতা লটারি চক্রে জড়িয়ে পড়ায় দল বেকায়দায়। ভাল চোখে বিষয়টি দেখেছেন না নেতারা। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, “বিষয়টি লজ্জার। দলীয় স্তরে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব।” শুধু ওই নেতা নন, লটারি কাণ্ডে দলের যে সব কর্মীরা জড়িত, তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তপনবাবু।
|
শ্রীরামপুরের প্রয়াত তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকারের মূর্তি বসানো হল শেওড়াফুলিতে। বুধবার, খন্দকারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ওই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ‘আকবর আলি স্মৃতিরক্ষা কমিটি’র উদ্যোগে ওই মূর্তি বসানো হয় বলে জানানো হয়েছে। |