টুকরো খবর
রাজ্যে ফের ১০০ কোটি টাকা বিনিয়োগ করল সেরাটিজিট
রাজ্যে বিনিয়োগের খরার মধ্যেই ১০০ কোটি টাকার বিদেশি পুঁজি নিয়ে এল ইওরোপীয় সংস্থা সেরাটিজিট। ভারতে ব্যবসা সম্প্রসারণ করতে পশ্চিমবঙ্গকেই ফের বেছে নিল এই সংস্থা। এ রাজ্যের হাত ধরেই ১৯৯৬ সালে ভারতে পা রাখে লুক্সেমবুর্গ-এর সংস্থা সেরাটিজিট। ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহৃত কাটার যন্ত্র উৎপাদন করে তারা। ৬০০টি পেটেন্টের মালিক এই সংস্থার একটি কারখানা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানকার উৎপাদন মূলত দেশের বাজারের চাহিদাই মেটায়। ভারতে সংস্থার প্রধান অশ্বিনী সারিন জানান, উলুবেড়িয়ায় সাড়ে ছয় একর জুড়ে নতুন কারখানাটিকে রফতানি কেন্দ্র হিসেবেই তৈরি করা হয়েছে। এর জন্য সংস্থা লগ্নি করেছে ১০০ কোটি টাকা। কারখানায় সম্পূর্ণ উৎপাদন শুরু হতে লাগবে বছর দুয়েক। সারিনের দাবি, এই কারখানা থেকে চিন-সহ এশিয়ার অন্যান্য দেশে রফতানি করা যাবে। আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকা। রেল, বিদ্যুৎ, গাড়ি শিল্প ও প্রতিরক্ষা ক্ষেত্রে পণ্য সরবরাহের মাধ্যমে ৭২ কোটি ইউরোর ব্যবসা করে এই সংস্থা। প্রায় ১০% হারে বাড়তে থাকা ভারতের বাজারের পাশাপাশি এশিয়াতেও নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে চায় তারা। সংস্থা কর্তৃপক্ষের দাবি, পশ্চিমবঙ্গের এই কারখানাকেই রফতানির ‘হাব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বার শিল্প তালুক নিস্কো-র জমিতে
হাওড়ায় রুগ্ণ সরকারি সংস্থা নিস্কোর জমিতে শিল্প তালুক গড়বে রাজ্য। সংস্থার ১০৬ একর জমির মধ্যে ১০০ একরের উপরে শিল্প ও বাণিজ্য দফতর তালুকটি গড়ে তুলবে। জলপাইগুড়িতেও ১৮০ একরে একটি পর্যটন কেন্দ্র, বিনোদন পার্ক ও আরও একটি শিল্প তালুক গড়া হবে বলে বুধবার মহাকরণে জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন মহাকরণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় রাজ্যের শিল্প সংক্রান্ত স্থায়ী কমিটির। শিল্পমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত প্রমুখরা। পরে পার্থবাবু সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, হাওড়ার তালুকটি কলকাতার খুব কাছে। লগ্নিকারীরা বাড়তি সুবিধা পাবেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যের ৪টি রুগ্ণ সংস্থা —নিও পাইপস, লিলি বিস্কুট ইলেক্ট্রো মেডিক্যাল, নিস্কোকে চাঙ্গা করা হবে। পার্থবাবু জানান, কর্মীদের চাকরি সুরক্ষিত রেখেই পরিকল্পনা করা হবে।

রাজকোষ ঘাটতি ৪.৮%-এর কম হবে, দাবি অর্থমন্ত্রীর
চলতি ২০১৩-’১৪ অর্থবর্ষে রাজকোষ ঘাটতি জাতীয় আয়ের ৪.৮ শতাংশের নীচে বেঁধে রাখা যাবে বলে দাবি অর্থমন্ত্রী পি চিদম্বরমের। বুধবার এক অনুষ্ঠানে এই আশ্বাস দিয়ে তিনি বলেন, “অর্থনীতিকে মজবুত করতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যার অন্যতম অঙ্গ রাজকোষ ঘাটতিকে বাগে আনা। সেই কারণেই এই সীমা বেঁধে দেওয়া হয়েছে। কখনওই এর এদিক ওদিক হবে না।” গত ২০১২-’১৩ অর্থবর্ষে ওই ঘাটতি ছিল ৫.২%। লোকসভা নির্বাচনের আর ১৩ মাস বাকি থাকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী এ দিন বলেন, এখন সংস্কারের চাকা দ্রুত এগিয়ে নিতে বদ্ধপরিকর কেন্দ্র। আগামী ২ থেকে ৪ মাসে এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ করা হবে।

জেট-এতিহাদ জোট
দীর্ঘ দিন ধরেই চলছিল বিস্তর আলোচনা। বুধবার তাতে ইতি টেনে জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গোয়েল ও এতিহাদের প্রেসিডেন্ট-সিইও জেমস হোগান ঘোষণা করলেন, জোট বাঁধছেন তাঁরা। আবু ধাবির সংস্থাটিকে ২৪% শেয়ার প্রায় ২,০৫৮ কোটি টাকায় বেচবে জেট। এ বার তাতে নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডাররা সায় দিলেই ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে এতিহাদের হাত ধরে ঢুকবে প্রথম বিদেশি লগ্নি।

শেয়ার বাজার বন্ধ
মহাবীর জয়ন্তী উপলক্ষে বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। সেই কারণে এ দিন শেয়ার সূচক প্রকাশিত হল না।

নতুন নিয়োগ
অর্চনা ভার্গব ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএমডি হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.