২০০০ সালের বন্যায় বেশ কিছু চাষযোগ্য জমি নদী গর্ভে চলে গিয়েছে। অনেক বসতবাড়িও নদীতে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রামপুরহাটের বসুইপাড়া গ্রাম সংলগ্ন ২ কিলোমিটার এলাকা জুড়ে ব্রাহ্মণী নদীর দক্ষিণপাড় পাথর দিয়ে বাঁধানো শুরু হয়নি। এ ব্যাপারে বসুইপাড়া, রানীনগর, দেবগ্রাম প্রভৃতি গ্রামের মানুষজন দাবি জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট আয়াষ পঞ্চায়েতের তৃণমূল প্রধান নবকুমার মণ্ডল বলেন, “২ বছর আগে নদী পাড়া বাঁধানোর জন্য জেলাপরিষদে জানানো হয়েছিল। সম্প্রতি সেচ দফতরের নো-অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়া হয়। পঞ্চায়েতের মাধ্যমে নদী পাড় বাঁধানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে বিশাল অঙ্কের টাকা দরকার, তা পঞ্চায়েতের তরফে খরচ করা যাবে না। সে জন্য কাজ থমকে আছে।” এ দিকে, বসুই পাড়ার দীপক মণ্ডল, ঘনশ্যাম লেট, রানীনগরের জানে আলম বলেন, “নদী পাড়া বাঁধানো হলে এলাকার দেড়শো বিঘে জমি বাঁচানো যাবে। তা না হলে বর্ষায় নদীর জল বাড়লে ভয়ে দিন কাটানো ছাড়া উপায় নেই।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। মঙ্গলবার রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে সদাইপুর থানার কাছাকাছি পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জেনেছে, নিমাই মণ্ডল (৫৮) নামে ওই কনস্টেবল রাতে টহলের দায়িত্বে ছিলেন। গাড়ির ধাক্কায় জখম অবস্থায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
শনিবার রাতে রাজনগর থানা এলাকায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই নাবালিকার বাবার অভিযোগ, পাড়ার এক যুবক তাঁর মেয়ের শ্লীলতহানি করেছিল। সেই অপমানে সে আত্মঘাতী হয়েছে। পুলিশ সুপার মুরলীধর শর্মা জানান, অভিযুক্ত যুবলক পলাতক।
|