টুকরো খবর
টুইটারে ভুল খবর, ক্ষতিগ্রস্ত এপি-র ভাবমূর্তি
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারেই মিলেছিল বস্টন বিস্ফোরণ কাণ্ডের সমাধান সূত্র। বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজনের ছবি এফবিআই মারফত পোস্ট করা হয়েছিল টুইটারের ওয়ালেই। যার জেরে বস্টন বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যে আরও ফুলেফেঁপে উঠেছিল সাইটটির ব্যবসা। কিন্তু হঠাৎই মুখ থুবড়ে পড়ল টুইটার। বিশ্বের অধিকাংশ প্রথম শ্রেণির সংবাদ সংস্থা এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে ব্যবহার করে নতুন নতুন খবর ছড়িয়ে দেওয়ার জন্য। বুধবার সংবাদ সংস্থা এপি-র খবর দেখে চোখ কপালে ওঠে টুইটার সদস্যদের। এপি-র সেই পোস্ট বলছে, “ফের জঙ্গি হানা মার্কিন মুলুকে! এ বার নিশানায় হোয়াইট হাউস। একাধিক বিস্ফোরণের জেরে ভেঙেচুরে গিয়েছে মার্কিন প্রশাসনের প্রাণকেন্দ্র। জখম প্রেসিডেন্ট বারাক ওবামাও।” খবর ছড়িয়ে পড়তেই বেধে যায় হুলস্থূল কাণ্ড। কিন্তু পরে জানা যায়, হোয়াইট হাউসে জঙ্গি হানার খবর একেবারেই ভুয়ো। এপি-র কর্ণধার ডিক কস্টোলো জানান, ওই সংবাদসংস্থার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে কেউ। এপি-র টুইটার পাসওয়ার্ড জেনে ফেলে তারাই এই সমস্ত ভুল খবর রটাচ্ছে। কস্টোলো জানান, ভুয়ো প্রচার রুখতে ইতিমধ্যেই তাদের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত টুইটারের ভাবমূর্তি। সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত এপি-র ব্যবসাও। ২৪ ঘণ্টার মধ্যে এপি-র বাজারদর পড়ে গিয়েছে প্রায় ১৩ হাজার ৬০০ কোটি ডলার। বুধবারের এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সমর্থকদের গোষ্ঠী, ‘সিরিয়ান ইলেকট্রনিক আর্মি।’

মুশারফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ
প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করল লাহৌর হাইকোর্ট। ৪ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর গত মাসে পাকিস্তানে ফিরেছেন প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফ। ১১ মে পাক নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই ফিরে এসেছেন তিনি। কিন্তু ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাঁর বিরুদ্ধে। ২০০৭-এ ৬০ জন বিচারপতিকে বরখাস্তের অভিযোগে এবং বেনজির ভুট্টো হত্যাকাণ্ড-সহ নানা রাষ্ট্রদ্রোহী কাজের অভিযোগে গ্রেফতারও হন মুশারফ। চলতি মাসের ১৭ তারিখে হাইকোর্টের নির্দেশে এক সপ্তাহের জন্য জামিন মেলে তাঁর। তার পর থেকে ইসলামাবাদের বাইরে তাঁর খামারবাড়িতে রয়েছেন মুশারফ। কর্তৃপক্ষ ‘উপ-কারাগার’ বলে ঘোষণা করেছেন তাঁর এই বাড়িটিকে।

কেঁপে উঠল উত্তর ভারত, পাকিস্তান, আফগানিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর-সহ উত্তর ভারতের কয়েকটি এলাকা, পাকিস্তানের ইসলামাবাদ, লাহৌর, পেশোয়ার, অ্যাবটাবাদ, সোয়াট ইত্যাদি শহর ও আফগানিস্তান। প্রায় ১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় কম্পন। অবশ্য এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের ভূতত্ত্ব বিভাগ সূত্রে খবর, রিখটার স্কেলে ৬.২ মাত্রার কম্পন ধরা পড়েছে বুধবার। কম্পনের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান। গত সপ্তাহে ইরানের বিধ্বংসী ভূমিকম্পের পরবর্তী প্রভাবেই এই কম্পন ঘটেছে বলে অনুমান ভূতত্ত্ববিদদের।

দেহ কি সুনীলের
প্রভিডেন্স নদী থেকে উদ্ধার এক যুবকের দেহ নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত ছাত্র সুনীল ত্রিপাঠীর হতে পারে বলে অনুমান মার্কিন পুলিশের। যদিও দেহটি নিশ্চিত ভাবে শনাক্তকরা যায়নি। গত মাসের ১৬ তারিখ থেকে নিখোঁজ বছর বাইশের সুনীল। বস্টন ম্যারাথন বিস্ফোরণে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছিলেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.