সংস্কৃতি যেখানে যেমন...

ছাতিমতলায় আবৃত্তি
গত ২০ এপ্রিল বহরমপুর রবীন্দ্রসদনের ছাতিমতলার মুক্তমঞ্চে শুরু হয় ‘অমৃতকূম্ভ’র ৩৬তম আবৃত্তি উৎসব। পাঁচ দিনের উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও কোচবিহার পাঁচ জেলার প্রায় দেড়শো জন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। আজ বুধবার সমাপ্তি সন্ধ্যায় রবীন্দ্রসদনের ভিতরের মঞ্চে আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়।

কচিদের আঁকা
বহরমপুরে প্রদর্শনী।—নিজস্ব চিত্র।
বহরমপুর কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে গত সোমবার থেকে শুরু হয়েছে শিশু ও কিশোর-কিশোরীদের আঁকা ছবি নিয়ে চার দিনের চিত্রপ্রদর্শনী। অঙ্কন সংস্থা ‘চিত্র চয়ন’ আয়োজিত ওই চিত্রপ্রদর্শনী চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। শিশু ও কিশোর-কিশোরী মিলিয়ে প্রায় দেড়শো জনের আঁকা ২৭৫টি চিত্র প্রদর্শনীতে রয়েছে। ছবি গুলি তেল রঙ, জল রঙ ও অ্যাক্রলিক রঙে আঁকা। মঙ্গলবার প্রদর্শনী স্থলে দেখানো হয় দু’টি তথ্যচিত্র-- ঋত্বিক ঘটক পরিচালিত ‘রামকিঙ্কর বেইজ’ ও দ্বিতীয়টি ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’।

কন্ঠস্বরের আবৃত্তি
‘কণ্ঠস্বর’ আবৃত্তিচর্চা-র কেন্দ্রের আয়োজনে দশম বর্ষ আবৃত্তি উৎসব রবিবার অনুষ্ঠিত হল নবদ্বীপ হিন্দু স্কুল অডিটোরিয়ামে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বেশ কয়েকজন কবি। আনুষ্ঠানিক উদ্বোধন করে উপ-পুরপ্রধান। সংস্থার শিল্পীরা একক ও সম্মেলক আবৃত্তি পরিবেশন করেন।

আলোচ্য কর্কট
দেবাশিস সাহা সম্পাদিত ‘ছাপাখানার গলি’ পত্রিকা গোষ্ঠী আয়োজিত পঞ্চদশ মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হল গত ২০ এপ্রিল। এ বারের পাঠচক্র হয় বহরমপুরের শহিদ ক্ষুদিারম পাঠাগারে। সৌমেন্দ্রকুমার গুপ্তের ‘পরিবর্তনের সন্ধানে মুর্শিদাবাদের বাঙালি মুসলমান’ গ্রন্থটির আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব দীপক বিশ্বাস এবং স্থবির দাশগুপ্তের ‘ক্যানসার/পুরনো ভয় নতুন ভাবনা’ গ্রন্থের উপর আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অভিজিৎ ভট্ট।

ছোট পত্রিকা
‘পশ্চিমবঙ্গ ছোট পত্রিকা সমন্বয় সমিতি’র পক্ষে ২০১২ সালের ১৪৮টি শারদ সংখ্যার মধ্যে ১৫টি পত্রিকাকে সম্মানিত করা হয়। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ থেকে প্রকাশিত দু’টি পত্রিকা এবাদুল হক সম্পাদিত ‘আবার এসেছি ফিরে’ ও ফারুক আহমেদ সম্পাদিত ‘উদার আকাশ’। কলকাতার বাংলা আকাদেমির জীবনান্দ সভাগৃহে ওই অনুষ্ঠান হয়।

বসন্ত উৎসব
ফরাক্কার চিত্তরঞ্জন মার্কেটে নববর্ষের প্রথম দিনে শুরু হয় সাতদিনব্যাপী বসন্ত উৎসব। ফরাক্কার ‘দেশবন্ধু উন্নয়ন সমিতি’ ওই অনুষ্ঠানের আয়োজন করে। কবিতপাঠ, আবৃত্তি, আধুনিক ও বাউলগানের আসর বসে।

ব্রেন বিট
শনিবার ও রবিবার দু’ দিন ধরে অনুষ্ঠিত হয় ‘কুইজন’ ও ‘শিশির বিন্দু’র আয়োজনে ‘ব্রেন বিট ২০১৩’। কুইজের এই অনুষ্ঠানে প্রথম দিন নবদ্বীপ ও লাগোয়া এলাকার ২২টি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। দ্বিতীয় দিন সর্ব সাধারণের কুইজে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও হুগলির প্রতিযোগীরা অংশ নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.