বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে কাঁকসায় ঢুকে ১৬টি হাতি মঙ্গলবার দিনভর তাণ্ডব চালাল। ফসলের খেত তছনছ করে এক ব্যক্তিকে সামান্য আঘাতও করল হাতিরা। এক দিনের তাণ্ডবেই অতিষ্ঠ বাসিন্দারা। বন দফতরের পানাগড় রেঞ্জ অফিসার কাশীনাথ দে বলেন, “হাতির দলটি বড়জোড়া রেঞ্জ থেকে এ পারে এসেছে। হুলা পার্টির লোকেরা তাদের ফের বড়জোড়া রেঞ্জে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।” এ দিন ভোরে আমলাজোড়ায় ঢুকে পড়ে হাতির পাল। তারপর মোবারকগঞ্জ এলাকায় ধান, কুমড়ো, টম্যাটো, শসা খেত তছনছ করে। ফসল বাঁচাতে গ্রামবাসীরা হাতিদের লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। দলে তিনটি ছোট হাতি ছিল। তাদের বাঁচাতে বড় হাতিরা বাসিন্দাদের দিকে তেড়ে আসেন। সেই সময় লতায় পা জড়িয়ে মাটিতে পড়ে যান স্থানীয় আলসেপাড়ার ধীরেন পাল। তাঁকে একটি হাতি এসে পা দিয়ে আঘাত করে। পেটে ও বুকে তাঁর আঘাত লাগে। স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরেনবাবু বলেন, “মনে হয়েছিল, হাতিরা বোধহয় আমাকে পিষে মেরে ফেলবে। কপাল ভাল তাই রক্ষা পেয়েছি।”
|
সার্কাসের রিংয়ে বাঘের খেলা দেখে বেশ মজা পেয়েছিলেন মা-মেয়ে দু’জনেই। কিন্তু রিংয়ের বাইরেও যে তার মুখোমুখি হতে হবে, ভাবতে পারেননি জেনা ক্রেবিয়েল। সার্কাস দেখতে গিয়ে ছোট্ট মেয়েকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন ওই অস্ট্রেলীয় মহিলা। কিন্তু দরজা বন্ধ করতেই আত্মারাম খাঁচাছাড়া। শৌচালয়ের ভিতরে আয়েস করে বসে রয়েছে স্বয়ং বাঘমামা। মাথা ঠান্ডা রেখে শৌচালয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন জেনা। কিন্তু সব চেয়ে অবাক কাণ্ড করেছে তাঁর মেয়ে। বাঘের সামনে পড়ে ভয়ের চিহ্ন মাত্র ছিল না তার মুখে। তার একটিই কৌতূহল ছিল, বাঘটির হাত ধোয়া হয়েছে কি না। ইতিমধ্যেই সার্কাসের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন খাঁচা পালানো বাঘটির। কিছু ক্ষণের মধ্যেই তাকে খাঁচায় বন্দি করে ফেলা হয়।
|
মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রামের কুড়াশোল গ্রামে বুনো হাতির হামলায় এক শিশু-সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কুড়াশোল গ্রামে কয়েকটি বুনো হাতি ঢুকে পড়ে। অনাদি নায়েক নামে এক গ্রামবাসী তাঁর আড়াই বছরের ছেলে আকাশকে নিয়ে বাড়ির উঠোনে বসেছিলেন। আচমকা একটি হাতি সেখানে ঢুকে পড়ে। অনাদিবাবু ছেলেকে নিয়ে পালাতে গেলে হাতিটি তাঁদের দু’জনকেই শুড়ে তুলে আছাড় মারে। ঝাড়গ্রামের রেঞ্জ অফিসার পার্থপ্রতিম ত্রিপাঠী জানান, দলমার পঞ্চাশটি হাতির পাল এলাকায় এসেছে। হাতির পালটি বিরিহাঁড়ির জঙ্গলে রয়েছে।
|
সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। বসিরহাটের স্বরূপনগরের ঘোলা গ্রামে রবিবার দুপুর ওই ঘটনায় মারা গিয়েছেন দীনেশ রায় (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দিন দুপুরে বাড়ির সামনে মাঠে কাজ করার সময় সাপে তাঁকে ছোবল মারে। বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক্টরকে রবিবার ভোরে স্থানীয় কেঁউদা গ্রামের কাছ থেকে আটক করে লাভপুর থানার পুলিশ। জেলা বনাধিকারিক কিশোর এস মাঁকড় বলেন, “ওই গাছের কোনও বৈধ কাগজ ছিল না। বনকর্মীদের এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
মঙ্গলবার সকালে রঘুনাথপুরের চেলিয়ামা বাজারে বিক্রি করতে নিয়ে আসা এই কচ্ছপটি উদ্ধার করে বনদফতর। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী বলেন, “দামোদর নদের পাড় থেকে প্রায় ১৫ কিলোগ্রাম ওজনের কচ্ছপটি কেউ ধরে বাজারে বিক্রির জন্য এনেছিল।”
|
|
|
আকাশে তখন মেঘের ঘনঘটা। আলিপুর চিড়িয়াখানায়। ছবি: সুদীপ্ত ভৌমিক।
|
|
কাকভেজা। রায়গঞ্জে তোলা নিজস্ব চিত্র। |
|
|