গাঁজা-সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। সোমবার রাতে কোন্নগরের এনএস রোডে গোপন ডেরা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম রাধেশ্যাম পাল ওরফে রাধে, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সাহিদ সাউ। রাধের বাড়ি বারুজীবীতে। ইন্দ্রজিৎ কোন্নগর এবং সাহিদ কানাইপুরের বাসিন্দা। ধৃতদের ডেরা থেকে ২৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ ছাড়াও ২টি পাইপগান এবং ১২ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি মোটরবাইক। পুলিশের দাবি, ধৃত তিন জনই জেলার কুখ্যাত সমাজবিরোধী রমেশ মাহাতোর সাগরেদ। তাদের বিরুদ্ধে কোন্নগর এবং হিন্দমোটর এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে। গত বছরের ১৩ ডিসেম্বর রিষড়ার বাগখালে গীতা থাপা নামে এক গৃহবধূ খুন হন। গত ১৫ জানুয়ারি রিষড়াতেই অন্য একটি ঘটনায় স্বপন পাল নামে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। দু’টি ঘটনাতেই রাধে, ইন্দ্রজিৎ এবং সাহিদ যুক্ত বলে জেলা পুলিশের কর্তাদের দাবি। মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ৭ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
|
বালি স্টেশনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি এবং তাঁর কিশোর ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম মহেশ ঘোষ (৪৫) ও রাজা ঘোষ (১২)। মহেশবাবু রিকশা চালাতেন। থাকতেন বালি হল্টের কাছে ঝুপড়িতে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার রাত ৯টা নাগাদ ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন।
|
জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দননগরের লালবাগান এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রণজয় পাণ্ডা (১৫)। সে স্থানীয় লালবাগান বেলতলার বাসিন্দা। রণজয় কলকাতার সাইতে টেবিল টেনিস খেলত। এ দিন দুপুর দুটো নাগাদ বাড়ির কাছের একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় সে।
|
হুগলি জেলা উদ্যান পালন বিভাগের উদ্যোগে পিঁয়াজ চাষের উপর আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। চুঁচুড়ার ধান্য গবেষণাকেন্দ্রের উদ্যান পালন বিভাগের দফতরে অনুষ্ঠানটি হয়।
|
সম্প্রতি সারারাতব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাউড়িয়ায়। পূর্ব বুড়িখালি মাঠে ফাইনালে চেঙ্গাইল নিউ জাগরণী বাউড়িয়া ফোর্টগ্লষ্টার ন্যাশানাল সোসাইটিকে হারায়।
|
মাসিকে কুপিয়ে খুন করার অভিযোগে ভাইপোকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গত শুক্রবার বাগনানের মানপুরে নিজের মাসি মালতী রুইদাসকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করে সুরজিৎ রুইদাস। তারপর থেকেই পলাতক ছিল ওই যুবক। গতকাল রাতে ফের এলাকায় ঢুকলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে সুরজিৎকে গ্রেফতার করে। খুনের জন্যে ব্যবহৃত কাস্তেটিও পুলিশ উদ্ধার করতে পেরেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
|
রবিবার রাতে গোঘাটের কাঁটাপুকুর গ্রামে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কালীকৃষ্ণ রায় (৭০) নামে এক বৃদ্ধের। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ লরিটি আটক করেছে। চালক পলাতক।
|
দিন স্থির হয়নি। তবে থেমে নেই পঞ্চায়েতের দেওয়াল লিখন। —নিজস্ব চিত্র। |
|
চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে আইন অমান্য
কংগ্রেসের। মঙ্গলবার চুঁচুড়ায় ছবিটি তুলেছেন তাপস ঘোষ। |
|