টুকরো খবর |
সংসদীয় রিপোর্টে কাঠগড়ায় কয়লা মন্ত্রক
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় সরকারের কয়লা-নীতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কয়লা ও ইস্পাত বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আজ লোকসভায় এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করে কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হল কয়লা মন্ত্রককে। তথ্য ও পরিসংখ্যান দিয়ে কমিটি দেখিয়েছে, ১৭ বছর ধরে চূড়ান্ত আর্থিক অনিয়ম করে কিছু বেসরকারি সংস্থাকে লাভ পাইয়ে দেয় কেন্দ্র। বেসরকারি সংস্থাগুলির কাছে বণ্টিত খনিগুলির লাইসেন্স কেড়ে নিয়ে গোটা প্রক্রিয়াটির তদন্তের সুপারিশ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, যে খনিগুলিতে উৎপাদন শুরু হয়ে গিয়েছে, সেগুলি বন্ধ করার কথা বলছে না কমিটি। কারণ, বাস্তব বিচার করেই এগোতে হবে। তবে যে খনিগুলিতে কাজ শুরু হয়নি সেগুলির লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত। কমিটি জানিয়েছে, দশম এবং একাদশ যোজনাকালে দেশের কয়লা উৎপাদনে তেমন কোনও বৃদ্ধি ঘটেনি। বরং লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই ঘাটতি দেখা গিয়েছে। কয়লার চাহিদা এবং সরবরাহের মধ্যে ফারাক বেড়েছে। তাই বেসরকারি সংস্থাগুলিকে বরাত দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের নীতি এবং কৌশল সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে।
কমিটির অভিযোগ, বণ্টনের ক্ষেত্রে কোনও রকম স্বচ্ছতার বালাই না রেখেই দেশের প্রাকৃতিক সম্পদকে কিছু ‘ভাগ্যবানের’ হাতে তুলে দেওয়া হয়েছে নিজেদের ইচ্ছা এবং সুবিধা মতো। ফলে কেন্দ্রের রাজস্ব আদায় হয়নি। বরং কিছু বেসরকারি সংস্থাকে লাভ করিয়ে দেওয়া হয়েছে। বণ্টিত বেশিরভাগ খনিতে কাজ শুরু হয়নি।
|
ধর্ষক খুন ধর্ষিতার হাতেই
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বাইরের ঘরে বাড়ির সকলে বসে টিভিতে আইপিএলের খেলা দেখছিলেন। পিছনের দিকে একটি ঘরে ছিলেন এক মহিলা। রাতের অন্ধকারে পাঁচিল টপকে সেই ঘরে ঢুকে পড়ে গ্রামেরই এক যুবক। অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে পঙ্কজ রটেল নামে ওই যুবক। কোনও রকমে নিজেকে মুক্ত করে ওই মহিলা ভারী কোনও জিনিস দিয়ে তার মাথায় আঘাত করলে সেখানেই সে পড়ে যায়। এর পরে চিৎকার করে মহিলা পরিবারের লোকদের ডাকলে তারা এসে তাকে মারধর করে। এই ঘটনার পরে ওই মহিলা, পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে, কাল রাতে বৈশালীর বালিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। মহিলা থানায় যাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ আসে। তখনও ওই যুবক রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সুপার সুরেশ চৌধুরী বলেন, “ওই মহিলা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, তাঁকে এর আগেও অনেকবার ধর্ষণের চেষ্টা করেছে ওই যুবক। এই নিয়ে পরিবারের লোকজনের রাগ ছিল। এ দিন ঘটনার পরে সকলে সেই রাগ থেকে তাকে মারধর করেছে। ঘটনার তদন্ত চলছে। কী ঘটেছিল তা দেখা হচ্ছে। মহিলাকে গ্রেফতার করা হয়েছে।”
|
বন্ধ অবরোধে অচল মণিপুর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ট্রাকচালক হত্যার প্রতিবাদে বন্ধের জের কাটতে না কাটতেই, ফের জোড়া অবরোধ-ধর্মঘটে অচল মণিপুর। এক দিকে, ট্যাঙ্কার চালক অপহরণের প্রতিবাদে ট্যাঙ্কার কর্মী ও চালকদের ধর্মঘট শুরু হয়েছে। মণিপুর পেট্রোলিয়ম ট্যাঙ্কার্স ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ওয়াই ভূপেন্দ্রচন্দ্র ঘোষ জানান, সিআরপিএফ প্রহরায় ১১৬টি ট্যাঙ্কারকে খটখটি থেকে ইম্ফল আনা হচ্ছিল। ২১ এপ্রিল রাতে জঙ্গিরা ডিজেলবাহী একটি ট্যাঙ্কারকে থামায়। চালক সুরজিৎকে অপহরণ করা হয়। ঘোষের ঘোষণা, সুরজিৎ মুক্তি না পাওয়া অবধি রাজ্যে আসা ২০০টি ট্যাঙ্কার থেকে তেল নামানো হবে না। কোনও মণিপুরি ট্যাঙ্কার চালক গাড়ি চালাবেন না। এর আগে ১৭ এপ্রিল কনভয়ের সঙ্গে থাকা একটি ট্রাক লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে এস বাবু নামে এক চালক নিহত হন। প্রতিবাদে তিন দিন ধরে রাজ্যে বিক্ষোভ, বন্ধ চলেছে। পাশাপাশি, সেনাপতি জেলার এক স্কুলছাত্রী অ্যালিস কামেইকে অপহরণের প্রতিবাদে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ মঞ্চ গড়েছেন জেলিয়াংগ্রং উপজাতির মানুষ। ২১ এপ্রিল থেকে ছাত্রীর মুক্তির দাবিতে শুরু হয় সড়ক অবরোধ। আজ অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদে ট্রাক চালকরাও আন্দোলন শুরু করেছেন।
|
বেঙ্গালুরুর বিস্ফোরণ-কাণ্ডে ধৃত ৩
সংবাদসংস্থা • চেন্নাই |
বেঙ্গালুরুর বিস্ফোরণ-কাণ্ডে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। সোমবার গভীর রাতেই কর্নাটক পুলিশ ও চেন্নাই পুলিশ দফায় দফায় তল্লাশি চালিয়ে পির মোহিদীন ও বসির নামের দুই ব্যক্তিকে চেন্নাইয়ের একটি বাড়ি থেকে গ্রেফতার করে। পরে কিচান বুকারি নামের তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় মাদুরাই থেকে। অভিযুক্ত তিন জনই তিরুনেলভেলির বাসিন্দা। পুলিশের সন্দেহ, কিচান নামের ওই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-উম্মার সদস্য। এর আগেও ১৯৯৮ সালে কোয়ম্বত্তূরে বিস্ফোরণের ঘটনায় দশ বছর জেল খাটে কিচান। এ ছাড়াও, তিন তিনটে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডও হয় তার। পরে অবশ্য শীর্ষ আদালতের সিদ্ধান্তে কিচানকে ছেড়ে দেওয়া হয়। ধৃত ওই তিন অভিযুক্তদের বেঙ্গালুরুতে পাঠানো হয় বলে
জানায় পুলিশ।
|
কোটি টাকা পাওয়ার আগেই মৃত্যু
সংবাদসংস্থা • কোট্টায়াম |
একেই বলে ভাগ্যের পরিহাস। এক কোটি টাকার লটারির পুরস্কার হাতে পাওয়ার আগেই পুকুরে ডুবে মারা গেলেন ২৫ বছরের এক শ্রমিক। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি কোট্টায়াম জেলার পালা শহরের। গত মাসে লটারিতে উন্নি নামের ওই শ্রমিক জেতেন এক কোটি টাকার পুরস্কার। পারিবারিক সূত্রে খবর, বহু দিন ধরেই উন্নির স্বপ্ন ছিল লটারি জিতে জমি কিনবে, বাড়ি করবে। মৃগী রোগের জন্য উন্নির অনেক দিন ধরেই চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর নিজের ক্ষেতেই জল দিতে গিয়ে হঠাৎ পা পিছলে পরে যান পুকুরে। স্থানীয় একটি সমবায় ব্যাঙ্কে উন্নি জমা রাখেন লটারির টিকিট। অবশ্য লটারির দফতরের কর্তৃপক্ষের দাবি, ঠিকঠাক নথি দেখাতে পারলে এক কোটি টাকার পুরস্কারই তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।
|
ফ্রিজ প্রাক্তন বায়ুসেনা প্রধানের অ্যাকাউন্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী-সহ বেশ কয়েক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। অগুস্তা-ওয়েস্টল্যান্ড সংস্থা ভারতে কপ্টার বিক্রি করার জন্য এই ব্যক্তিদের ঘুষ দেয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে ত্যাগী ছাড়াও রয়েছেন তাঁর আত্মীয় সঞ্জীব, রাজীব, সন্দীপ, প্রাক্তন মন্ত্রী সন্তোষ বাগরোদিয়ার ভাই সতীশ, আইডিএস ইনফোটেক সংস্থার কর্তা প্রতাপ অগ্রবাল, এয়ারোম্যাট্রিক্স সংস্থার সিইও প্রবীণ বক্সী ও আইনজীবী গৌতম খৈতান।
|
উপরওয়ালার গাড়ি আটকে পুরস্কৃত
সংবাদসংস্থা • পুণে |
গাড়িতে সিট বেল্ট না লাগানোর অপরাধে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের গাড়ি আটকালেন এক ট্রাফিক কনস্টেবল। উল্টে এই কাজের জন্য ওই কনস্টেবল পেলেন বিশেষ পুরস্কারও। পুলিশ সূত্রের খবর, সিট বেল্ট ছাড়া চালক গাড়ি চালানোয় একটি গাড়িকে আটক করেন উমেশ দেওকর নামের ওই কনস্টেবল। পরে তিনি দেখেন, ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার বসে গাড়িতে। কাজের প্রতি উমেশের নিষ্ঠা দেখে তাঁকে পুরস্কৃত করেন।
|
প্রতিবাদের আলো |
|
—নিজস্ব চিত্র। |
কলকাতায় গুড়িয়া-নিগ্রহের প্রতিবাদে এসএসকেএম হাসপাতালের চিকিৎসক, নার্স ও ছাত্ররা। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছে পাঁচ বছরের গুড়িয়া। খাবার ও পানীয় খেতে পারছে সে। চিকিৎসকদের আশা, দু’সপ্তাহের মধ্যে ছুটি দেওয়া যাবে তাকে। গুড়িয়া ধর্ষণে অভিযুক্ত মনোজ এ দিন আদালতে অভিযোগ অস্বীকার করেছে। আর এক অভিযুক্ত প্রদীপকে ২৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে। মধ্যপ্রদেশের সেওনি জেলায় ১৭ এপ্রিল নির্যাতিতা পাঁচ বছরের মেয়েটির অবস্থা এখনও সঙ্কটজনক। মহারাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা চলছে তার। প্রধান অভিযুক্ত যুবক ফিরোজ খানকে মঙ্গলবার ভাগলপুর জেলার হুসেইনাবাদ থেকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। |
|