একই সমস্যা রাজ্যের নতুন ও রুগ্ণ শিল্পকে তাড়া করে ফিরছে। তা হল অধিকাংশ ক্ষেত্রেই পরিকাঠামো ও পুঁজির অভাব। বণিকসভা অ্যাসোচ্যাম-এর এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সমাধানসূত্র হিসেবে রাজ্য সরকারকে রুগ্ণ শিল্পের জন্য পৃথক নীতি ও প্রশাসনিক পরিকাঠামো তৈরি করার পরামর্শ দিয়েছে তারা। মঙ্গলবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই রিপোর্ট জমা দেয় অ্যাসোচ্যাম। বণিকসভার সমীক্ষা বলছে রাজ্যের ৯৬% রুগ্ণ কারখানা চাঙ্গা করে তোলার কোনও পথ নেই। বাকি ৪% পুনরুজ্জীবিত করে তোলার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুচ্ছ ও বিশেষ বিভাগ তৈরি করার জন্য রাজ্যের কাছে আর্জি জানিয়েছে তারা। বণিকসভার সেক্রেটারি জেনারেল ডি এস রাওয়াত জানান, প্রায় ৪২% ক্ষেত্রে পরিকাঠামোর ঘাটতির কারণে কারখানা রুগ্ণ হয়ে পড়ে। ২১% কারখানা পুঁজির অভাবে ধুঁকতে থাকে। সব মিলিয়ে ৭২৫ কোটি টাকা এ সব রুগ্ন কারখানায় আটকে।
|
পশ্চিমবঙ্গ, অসম-সহ কিছু রাজ্যের ১০৭টি জেলায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক নানা পরিষেবা পৌঁছে দিতে মোট ২৮ হাজার কেন্দ্র খুলবে সহজ ই ভিলেজ। ইতিমধ্যেই ২৪,৫০০ কেন্দ্র খুলেছে তারা। গ্রামাঞ্চলে ই-গভর্ন্যান্সের মতো নানা পরিষেবা ছড়িয়ে দিতে শ্রেয়ী ভেঞ্চারের উদ্যোগেই তৈরি সহজ। ভারতের ছ’টি রাজ্যে তাদের ৯৯টি দফতর। তথ্যপ্রযুক্তিকে ভিত্তি করে সরকার ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে ওই সব এলাকার উন্নয়নই তাঁদের লক্ষ্য, দাবি কর্তৃপক্ষের।
|
কর পরিষেবা দিতে হরিভক্তি গোষ্ঠীর সঙ্গে হাত মেলাল ডি বি দেশাই গোষ্ঠী। এ জন্য হরিভক্তির অংশীদারি কিনেছে তারা। এখন থেকে যৌথ ভাবে কোম্পানি কর সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিষেবা দেবে দুই সংস্থা। বাজারে শেয়ার ছাড়া, সংযুক্তিকরণ-সহ নানা বিষয়ে আর্থিক পরিকল্পনার পরামর্শও দেবে তারা।
|
মহারাষ্ট্রের বাজারে পোটো পটাটো ফ্লেক্স আনল কলকাতার পৈলান গোষ্ঠী। সেই সঙ্গে নতুন তিনটি ‘রান্নার জন্য তৈরি’ পণ্যও এনেছে তারা। এগুলি হল আলু টিক্কি, আলু বোন্দা, আলু কাটলেট। |