সারদা-কাণ্ডের প্রতিবাদে মিছিল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সারদা গোষ্ঠীর মতো সংস্থাগুলিকে বন্ধ করা-সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। এ দিন লোটাস প্রেস মোড় থেকে মিছিল করে কংগ্রেস কর্মীরা পাঁচমাথা মোড়ে যান। লোটাস প্রেস মোড় সংলগ্ন একটি ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থার ফেস্টুন ছিঁড়ে দেন তাঁরা। পাঁচমাথা মোড়ে অল্প কিছুক্ষণের জন্য তাঁরা অবরোধও করেন। ওই মিছিলে কয়েকজন আমানতকারী যোগ দিয়েছিলেন। কংগ্রেসের দাবি, ওই সব সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৭ ডিসেম্বর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পুরসভা ও পঞ্চায়েতকে সতর্ক হতে বলা হয়েছিল। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “গত বছর স্মারকলিপি জমা পড়েছিল কি না মনে পড়ছে না। যদি জমা পড়ে থাকে তা হলে কর্তৃপক্ষকে অবশ্যই জানানো হয়েছিল। এ দিনের দাবির কথাও জমানো হবে।” অন্য দিকে, জেলা জুড়ে দলীয় অফিস ভাঙচুর ও সারদা কাণ্ডের প্রতিবাদে এ দিন সিউড়িতে মিছিল করে সিপিএমও। সোমবার সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় পথসভা এবং পথ পরিক্রমা করেছিল বীরভূম লোকসভা যুব কংগ্রেস।
|
সদাইপুর থানা এলাকার হাজরাপুর বাগদি পাড়ায় শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার সকালে এক বধূর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম বাসন্তী বাগদি (৪০)। পুলিশ জানায়, ওই বধূর গলায় দাগ ও শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
গাঁজা কারবারে জড়িত থাকার অভিযোগে রবিবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দু-কুইন্টালেরও বেশি গাঁজা। সিউড়ি থানা এলাকার পুরন্দরপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মহম্মদ কামাল, শেখ জীতেন এবং নজরুল মল্লিকের বাড়ি যথাক্রমে লাভপুর, সিউড়ির ছোট কুষ্টিকুড়ি ও আসানসোলের বুধা গ্রামে। |