সারদা-কাণ্ডে বিক্ষোভ অব্যাহত রাজ্যজুড়ে |
সারদা-কাণ্ডে আজও রাজ্যজুড়ে এজেন্ট ও আমানতকারীদের বিক্ষোভ অব্যাহত। হাওড়ার ডোমজুড়ে দীপক পাল নামে সারদা গোষ্ঠীর এক এজেন্টের বাড়িতে ভাঙচুর চালায় আমানতকারীরা। লুঠপাটও করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পুলিশ আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বসানো হয় পুলিশ পিকেট। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে রেল অবরোধ করে আমানতকারীরা। প্রায় ২ ঘণ্টা ধরে চলে অবরোধ। কলকাতাতেও ব্যস্ত সময়ে করা হয় পথ অবরোধ। সকাল ১০টা থেকে মানিকতলা মোড় অবরোধ করে কংগ্রেস। সারদা গোষ্ঠী-সহ অন্য আরও একটি ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা মিলে যশোহর রোড অবরোধ করেন। এর জেরে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েন অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা।
|
বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ৩ |
গত কাল গভীর রাতে চেন্নাই থেকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ জানিয়েছে তাদের নাম পির মহিদীন এবং বশির। ধৃতদের কাছ থেকে তথ্য পেয়ে আজ সকালে কিচেন বুহারি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরু পুলিশ ও এনআইএ এই অভিযান চালিয়েছে। ইতিমধ্যে কর্নাটক সরকার ঘোষণা করেছে, বিস্ফোরণ সংক্রান্ত কোনও খবরাখবর দিতে পারলে ৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার মিলবে।
|
বনগাঁ লোকালে উদ্ধার যুবকের দেহ |
আজ সকালে ডাউন বনগাঁ লোকাল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের বাক্সবন্দি দেহ উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, ট্রেনটি শিয়ালদহ স্টেশনে থামার পর বহু ক্ষণ বাক্সটি না সরানোয় তাঁদের সন্দেহ হয়। পরে বাক্স খুলে দেহটি বার করা হয়। দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। মৃতের নাম ও ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
|