ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায় মৃতের নাম রাজু মল্লিক (৩৫)। রবিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের নীচডানকুনিতে। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ ডানকুনির আখডাঙার বাসিন্দা রাজুবাবু নীচডানকুনির কাছে রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগতিতে আসা বর্ধমানগামী একটি ডাম্পার তাঁকে ধাক্কা মেরে পালায়। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই যুবক। উত্তেজিত জনতা সন্ধ্যা ৬টা থেকে মিনিট ২০ এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে।
|
ব্যাঙ্ক ডাকাত চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ডানকুনির রঘুনাথপুর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। অভিযোগ, বহুদিন ধরেই হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে ডাকাতি করছিল চার-পাঁচ জনের এই ডাকাত দলটি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হরবিন্দর সিং ওরফে শেখ বাবলু এবং এরশাদ আলি। হরবিন্দরের একটি গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার রাতে শ্যামপুরের কালিয়াদহে ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ওই বধূর নাম বসুমতী জানা (৪৩)। রবিবার সকালে খবর পেয়ে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গৃহবধূর ঘনিষ্ঠ আত্মীয়েরাই খুন করেছে তাঁকে। ঘটনার পর থেকেই নিখোঁজ বধূর বাড়ির লোকজন। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
মুম্বই রোড সম্প্রসারণের কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার গুদাম থেকে কয়েক লক্ষ টাকার লোহা লুঠ হয়েছে দিন কয়েক আগে। ডোমজুড়ে সরস্বতী সেতুর কাছে ওই ঠিকা সংস্থার গুদাম থেকেই রাতে লোহা লুঠ হয়। সশস্ত্র দুষ্কৃতীরা ট্রাক নিয়ে গুদামে ঢুকেছিল।
|
অন্যান্য বছরের মত এ বছরও আড়ম্বরের সঙ্গে বাসন্তী পুজো হল সাঁকরাইলে। নলপুর, রঘুদেববাটি, হীরাপুর, চকশ্রীকৃষ্ণ, বেটিয়ারী, উলা-সহ বেশ কিছু গ্রামে থিমের সঙ্গে ছিল সাবেক মণ্ডপও। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাও বসে। |