‘সকলের জন্য উন্নয়ন’-এর লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম চাবিকাঠি পর্যটন শিল্প। কিন্তু সিআইআই-এর দাবি, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ঢেলে সাজতে হবে এই শিল্পকে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টির উপরও জোর দিতে হবে, হুঁশিয়ারি বণিকসভাটির।
সিআইআই-এর উত্তরাঞ্চলের চেয়ারম্যান জয়ন্ত দাভরের দাবি, উৎপাদন শিল্পের তিনগুণ কর্মসংস্থানের উৎস পর্যটন শিল্প। তাই পর্যটন শিল্পের প্রসার ঘটলে আখেরে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি রূপায়ণও সহজ হবে।
দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশিদেরও টানতে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সিআইআই। তাদের দাবি, বিদেশি পর্যটকের এ দেশে আসা সহজ করতে আরও বেশি সংখ্যক ‘ভিসা অন অ্যারাইভাল’ বা ভারতের বিমানবন্দরে নামার পরেই ভিসা দেওয়ার ব্যবস্থা চালু করা, ভারতের আকাশে আরও বেশি উড়ান চলাচলের জন্য নীতি সরল করা ইত্যাদি প্রয়োজন। পযর্টকেরা যাতে সমস্যায় না-পড়েন, সে জন্য কর ব্যবস্থা সরলীকরণেরও দাবি তুলেছে তারা।
|
কোম্পানি ল বোর্ডের ঠিকানা বদল শহরে |
কলকাতা অফিসের ঠিকানা বদলাল কোম্পানি ল বোর্ড। এখন থেকে তাদের দফতর ৯, ওল্ড পোস্ট অফিস স্ট্রিট (ষষ্ঠ তল)-এর পরিবর্তে হল ৫, এসপ্লানেড ইস্ট রো (পশ্চিম)-এ। আজ সোমবার থেকেই নতুন দফতরে কাজ শুরু হবে বলে নয়াদিল্লি থেকে জানিয়েছে কোম্পানি ল বোর্ড। |