চলচ্চিত্র কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ ও সিকিমের ৩৪ জন শিক্ষার্থীদের নিয়ে দু’দিনের একটি চলচ্চিত্র কর্মশালা হয়ে গেল শিলিগুড়িতে। ১৯ এবং ২০ এপ্রিল শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভবিষ্যতের অভিনেতা, চিত্র পরিচালকদের সিনেমা সম্পর্কে কাজের ধারণা দিতে এই কর্মশালা বলে আয়োজক সংস্থা ‘উই ফিল’এর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাওয়া বদল ও বালুকাবেলা ডট কম খ্যাত অভিনেতা ও পরিচালক অরুনাভ খাসনবিশ। ৬০ জনের মধ্যে ১৫ জনকে কলকাতায় অন্য একটি কর্মশালায় পাঠানো হয়। কলকাতার কর্মশালাটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী, অঞ্জন দত্ত, পরান বন্দ্যোপাধ্যায়, পায়েল ও রুদ্রনীল।
|
শিল্পীর জন্মশতবর্ষ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ পালন করল চিত্তরঞ্জনের টি টি ফোরাম। শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করে তারা। স্থানীয় শ্রীলতা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে এলাকারই শিল্পীরা হেমাঙ্গ বিশ্বাসের রচিত এবং তাঁরই সুরারোপিত গান পরিবেশন করেন। স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন হেমাঙ্গ বিশ্বাসের সুরারোপিত ও কল্পিত একটি নৃত্যনাট্যও উপস্থাপনা করেন। |
চুঁচুড়া আবৃত্তি সংসদ (চুঁআস) এ বারেও গঙ্গাসংলগ্ন উন্মুক্ত প্রকৃতির বুকে আয়োজন করেছিল ভিন্ন আঙ্গিকে
বর্ষবরণের। ব্রাহ্ম মুহূর্ত থেকে স্তোত্রপাঠ, নৃত্য, টপ্পা, পুরাতনী গান, ‘নটী বিনোদিনী’ ও ‘বিসর্জন’ নাটক,
কবিতা আবৃত্তিদীর্ঘ কয়েক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শক ও শ্রোতাদের।
পরিবেশনার দায়িত্বে ছিলেন সংস্থার কর্ণধার উৎপল গঙ্গোপাধ্যায়।
|
জেলা পুলিশ আয়োজিত টাউনহলে একটি অনুষ্ঠানে গান গাইল ক্যাকটাস। —নিজস্ব চিত্র। |