টুকরো খবর
কার্যালয় ভাঙচুরের অভিযোগ
পরস্পরের বিরুদ্ধে অফিস ভাঙচুরের অভিযোগ তুলল সিপিএম ও তৃণমূল। তৃণমূলের পান্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর অভিযোগ, বহুলা গ্রাম পঞ্চায়েতের বেনিয়াডিহি-জামবাদে তাঁদের একটি কার্যালয়ে শনিবার গভীর রাতে বোমা মারে সিপিএমের মদতপুষ্ট দুষ্কৃতীরা। ওই অফিসের অ্যাসবেস্টসের চাল এবং দরজা ভেঙে গিয়েছে। নরেনবাবুর দাবি, ১৪ এপ্রিল তৃণমূলের ওই বুথ কমিটির সভাপতি রবীন্দ্র সিংহকে সিপিএমের কর্মী প্রভাত বাউড়ির নেতৃত্বে একদল দুষ্কৃতী ব্যাপক মারধর করে। অন্ডাল থানায় অভিযোগ করা হয়। তার ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করলেও এক দিন পরেই তারা জামিনে ছাড়া পেয়ে যায়। এতেই বেপরোয়া হয়ে প্রভাতবাবুরা এমন করেছেন বলে অভিযোগ। ফের অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডল বলেন, “নরেন চক্রবর্তী এলাকায় বলে বেড়াচ্ছে শুনেছি। যেভাবে পরাশকোলে মুখ্যমন্ত্রীর আসানসোল সফরের দিন সিপিএমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে সিপিএম কর্মীদের বিনা করাণে জেলা খাটিয়েছেন, সেভাবে এখানেও সিপিএম কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।” প্রভাতবাবু অভিযোগ অস্বীকার করেছেন। অন্য দিকে, অন্ডালের পলাশবনে শনিবার গভীর রাতে সিপিএমের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দলীয় ঝাণ্ডা টাঙানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডল জানান, শনিবার মাঝরাতে তাঁদের পলাশবন শাখা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লণ্ডভণ্ড করে নিজেদের দলের পতাকা টাঙিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরা। অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন মিত্র অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করা হবে।

সন্ত্রাসের নালিশ জানাল বামেরা
ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে জামুড়িয়ায় মিছিল করল এসএফআই।
তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে জামুড়িয়া থানায় কাছে স্মারকলিপি দিল সিপিএম ও ডিওয়াইএফের জামুড়িয়া জোনাল কমিটি। রবিবার একটি মিছিল জামুড়িয়া শহর পরিক্রমা করে। মিছিল শেষে বক্তৃতা করেন ডিওয়াইএফয়ের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী। সিপিএমের জামুড়িয়া জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, ৫ নম্বর লোকাল কমিটির কার্যালয় তৃণমূল প্রকাশ্যে জ্বালিয়ে দিয়েছে। চুরুলিয়া লোকাল কমিটি কার্যালয়ের সামনে বোমাবাজি করেছে। বেনালি, মর্ডান সাতগ্রামে ডিওয়াইএফআই কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও কোনও প্রতিকার হয়নি। পুলিশ শাসকগোষ্ঠীর চাপে নিষ্ক্রিয়। মদনপুরের একটি ব্যক্তিগত জমি দখল করে তৃণমূল কার্যালয় বানানো হচ্ছে। পুরসভাকে উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হচ্ছে না। মর্ডান সাতগ্রাম থেকে একটি সংযোগকারী রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ার পর তৃণমূলের বাধায় তা শেষ করতে পারেনি পুরসভা। নন্ডীতে দরপত্র ডাকার পর ঠিকাদারদের কাজের বরাত দেওয়া হলেও তৃণমূল কাজই শুরু করতে দেয়নি। থানার ওসি জানান, নিষ্ক্রিয়তার অভিযোগ ঠিক নয়। বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

বিস্ফোরক উদ্ধার
কোলিয়ারির এক পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হল চারশো কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। আসানসোল উত্তর থানার পুলিশ শনিবার গভীর রাতে ওই থানা এলাকার মনোহরবহাল অঞ্চলে কোলিয়ারির একটি পরিত্যাক্ত আবাসন থেকে বস্তাবন্দী ওই বিস্ফোরক উদ্ধার করে। অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগে পুলিশ লাছেদ মারান্ডি নামে এক যুবককে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অঞ্চলের অবৈধ কয়লা খাদান ও পাথর খাদানে বিস্ফোরণের জন্য এগুলি ব্যবহার করা হয়ে থাকে।

আইএমএ-র কমিটি
আইএমএ-র রানিগঞ্জ শাখার নতুন কমিটি গঠন করা হল। শনিবার সন্ধ্যায় এই কমিটি গঠন হয়। তরুণ কুমার চট্টোপাধ্যায়কে সভাপতি এবং স্বপন চট্টোপাধ্যায়কে সম্পাদক নির্বাচিত করে ২১ জনের কমিটি গঠিত হয়েছে।

জয়ী এসিসি
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল এসিসি। তারা রেলপাড় দুর্গামন্দির মাঠে ভারতী সঙ্ঘকে ৩-১ গোলে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের বাবাই মুখোপাধ্যায়। পুরস্কার বিতরণ করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক, উপপুর প্রধান অমর চট্টোপাধ্যায়। খেলা পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়।

কোথায় কী

আসানসোল


রামনাম সংকীর্তন। বিকাল ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.