নয়া চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেরুদণ্ডের অসুখে চিকিৎসার দিন কয়েকের মধ্যেই আগের মতো সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন রোগীরা। ‘মিনিমাল অ্যাকসেস স্পাইনাল টেকনোলজি’-র মাধ্যমে মেরুদণ্ডের যে কোনও অসুখ নিমেষে সারবে। বাইপাসের এক হাসপাতালে সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন উপস্থিত স্নায়ু বিশেষজ্ঞ বিপিন ওয়ালিয়া ও সন্তোষ কুমার-সহ অনেকে। তাঁরা জানান, এই পদ্ধতিটি পূর্ব ভারতে এই প্রথম। এই প্রক্রিয়ায় ছোট একটি জায়গায় ছিদ্র করে প্রয়োজনীয় চিকিৎসা করায় রোগীর মেরুদণ্ডটি পুরোপুরি অক্ষত থাকে। চিকিৎসকদের দাবি, এই পদ্ধতিতে চিকিৎসা করালে রোগী তাড়াতাড়ি সেরে তো উঠবেনই, অস্ত্রোপচারের কষ্ট থেকে মুক্তি পাবেন।
|
প্রসূতির মৃত্যুতে ক্ষোভ হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চিকিত্সার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলল রোগীর পরিবার। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। পুলিশ জানিয়েছে, মযতার নাম সাহানা খাতুন (৩০)। তাঁর বাড়ি শিলিগুড়ির ঝঙ্কার মোড়ে। কয়েক দিন আগেই তিনি ওই হাসপাতালে ভর্তি হন। এ দিন প্রসূতি ও বাচ্চা দু’জনেরই মৃত্যু হয়। রাতেই রোগীর পরিবার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখছে।
|
মিলছে না পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জেলা হাসপাতালের বহির্বিভাগে এখনও নিয়মিত সমস্ত চিকিত্সা পরিষেবা না মেলায় দুর্ভোগে রোগীরা। শনিবার বহির্বিভাগে পুরুষদের মেডিসিন বিভাগ, চর্ম রোগ, চোখের চিকিত্সা পরিষেবা বন্ধ ছিল। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে বলা হবে।” হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জীব মজুমদার জানান, কী কী সমস্যা হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন।
|
হবে নতুন তিন রোগনির্ণয় কেন্দ্র |
কলকাতায় দেশের সেরা প্রযুক্তির দু’টি নতুন প্যাথলজিক্যাল ল্যাবরেটরি খুলতে চলেছে রাজ্য সরকার। একটি জনস্বাস্থ্য ল্যাবরেটরিও গড়া হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। পাশাপাশি কর্মীর ঘাটতি মেটাতে স্বাস্থ্য দফতর ৫০০ জন ল্যাব-টেকনিশিয়ান নিয়োগ করবে কিছু দিনের মধ্যেই। শনিবার শিল্প-বণিকসভা ফিকি আয়োজিত ‘কোয়ালিটি ইন ডায়গনস্টিক্স অ্যান্ড হসপিটাল কেয়ার’ শীর্ষক এক আলোচনাসভায় স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব মনোজ চৌধুরী এ কথা জানিয়েছেন। প্যাথলজিক্যাল কেন্দ্র দু’টির একটি হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে, রামরিখ দাস হাসপাতালে। দ্বিতীয়টি সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে বিধানচন্দ্র রায়ের বাড়িতে। এটি সরকার নিজেই চালাবে। নিখরচায় না হলেও এই দু’টি প্যাথলজি কেন্দ্রে বেসরকারি ল্যাবরেটরির তুলনায় অনেক কম টাকায় সমস্ত পরীক্ষা হবে। থাকবে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থাও। রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক সময় অজানা জ্বরের প্রাদুর্ভাব ঘটে। এই ধরনের জ্বরের পরীক্ষা হবে বেলেঘাটার ল্যাবরেটরিটিতে। এটি হবে গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকায়। |