টুকরো খবর
সুযোগের সামনে ফোর্স ইন্ডিয়া
বাহরিনের শাখির সার্কিটে ছোটখাট অঘটন ঘটিয়ে বসলেন নিকো রোজবার্গ! গত দু’দিনের ফ্রি প্র্যাক্টিসে সেরা সময় করে ফেভারিটের তালিকায় থাকা ফেরারির ফের্নান্দো অ্যালোনসো এবং রেড বুল বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলকে পিছনে ফেলে কালকের রেসে পোল জিতে নিয়ে। গত বছরের চিনা গ্রাঁ প্রি-র পরে মার্সিডিজের ছটফটে জার্মান চালকের এটা দ্বিতীয় পোল। যোগ্যতা পর্বে দ্বিতীয় স্থানে শেষ করলেন ভেটেল, তৃতীয় আলোনসো। তবে প্রথম তিনের পর থেকে রেসের গ্রিড পোজিশন অনেক এলোমেলো হল একগাদা পেনাল্টির ধাক্কায়। যাতে লাভ হল সহারা ফোর্স ইন্ডিয়ার। আর বড় গুণাগার দিতে হল মার্সিডিজের লুইস হ্যামিল্টনকে। যিনি গিয়ার বক্স পাল্টানোয় গ্রিডে পাঁচ ধাপ নেমে কাল রেস শুরু করবেন নবম স্থানে। চিনা গ্রাঁ প্রি-তে শাস্তি পাওয়া মার্ক ওয়েবারও তিন ধাপ নেমে যাওয়ায় ফোর্স ইন্ডিয়ার পল ডি রেস্টা পাঁচ আর আদ্রিয়ান সুটিল ছয় নম্বর থেকে শুরু করবেন। অর্থাৎ মরু-শহর থেকে বড় পয়েন্ট তুলে ঘর গুছিয়ে নেওয়ার দারুণ সুযোগ ভারতীয় দলের সামনে। তবে ঠিক পিছনে থাকা ওয়েবারের সঙ্গে সঙ্গে তিন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, কিমি রাইকোনেন, হ্যামিল্টন আর জেনসন বাটনের তাড়াও সামলাতে হবে তাদের।

আদিত্যন প্রয়াত
ভারতীয় অলিম্পিক সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট বি সিভান্থি আদিত্যন শুক্রবার রাতে মারা গেলেন। অনেক দিন ধরেই তিনি ভুগছিলেন। জাতীয় ভলিবল ফেডারেশনেরও তিনি প্রেসিডেন্ট ছিলেন। ২০০৮ সালে সাহিত্য এবং শিক্ষা জগতে অবদানের জন্য আদিত্যনকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়।

বিদেশে সুতীর্থারা
পোলিশ ওপেন এবং স্লোভাকিয়া ওপেন টেবল টেনিস টুর্নামেন্টে এ বার খেলতে দেখা যাবে বাংলার পাঁচ খেলোয়াড়কে। দলে রয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়, অনুশ্রী দত্ত, অর্জুন ঘোষ এবং অনির্বাণ ঘোষ। দলটির প্রশিক্ষক তপন চন্দ্র। ২২-২৬ মে চলবে পোলিশ ওপেন। তিন দিন পরেই শুরু স্লোভাকিয়া ওপেন। চলবে ৩ জুন পর্যন্ত। এ দিকে, ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউবিটিটিএ)-এর তরফে আগামী ২৭ এপ্রিল দেশপ্রিয় পার্কে ডিকেএস স্পোর্টস কমপ্লক্সে সংবর্ধনা দেওয়া হবে টেবল টেনিসের ৩৭ জন পদক জয়ীকে। যাদের মধ্যে রয়েছেন ২৮ জন খেলোয়াড় এবং ৬ জন কোচ-সহ তিন ম্যানেজারও।

অন্য খেলায়
এন সি কোলে ক্রিকেট প্রতিযোগিতায় বারাসত ক্রিকেট অ্যাকাডেমিকে ৪১ রানে হারাল গড়িয়া শ্রীরামপুর। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে শ্রীরামপুর করে ১৩৩-৮। জবাবে বারাসাত ৯২-৭।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.