টুকরো খবর |
ভারতীয় ভূখণ্ডে ফের চিনা সেনা
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
লাদাখে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢুকে অস্থায়ী চৌকি তৈরি করল চিনা সেনা। ফ্ল্যাগ মিটিংয়ে ভারত আপত্তি জানালে চিনা সেনা দাবি করে, লাদাখের দৌলত বেগ সেক্টরের ওই এলাকা তাদেরই। পরে সমস্যা মিটেছে বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। লাদাখে সীমান্ত নিয়ে ভারত ও চিনের বিবাদ দীর্ঘদিনের। প্রায়ই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে আসে চিনা সেনা। চলতি সপ্তাহে লাদাখের দৌলত বেগ সেক্টরে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে চিনা সেনা। তারা অস্থায়ী চৌকি তৈরি করে। সেই সময়ে আকাশপথে নজরদারি চালাচ্ছিল দু’তিনটি চিনা হেলিকপ্টারও। খবর পেয়েই ওই এলাকায় সেনা পাঠায় ভারত। ১৭ এপ্রিল চিনা সেনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পাঠানো হয় লাদাখ স্কাউটের ৫ নং ব্যাটেলিয়নকে। চিনাদের পোস্টের চেয়ে কিছুটা দূরে শিবির তৈরি করেছিল তারা। ফ্ল্যাগ মিটিংয়ের দাবি জানায় ভারতীয় সেনা। ১৮ এপ্রিল ফ্ল্যাগ মিটিং হয়ও। কিন্তু চিনা কম্যান্ডার জানান, ওই এলাকা তাঁদেরই। পরে সমস্যা মিটে গিয়েছে বলে দাবি শীর্ষ সেনা কর্তার।
|
কংগ্রেস দফতরে আক্রান্ত মহিলা পুলিশ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সম্প্রতি একাধিক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শনিবার কংগ্রেস সদর দফতরেই আক্রান্ত হলেন এক মহিলা কনস্টেবল। গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে ওই মহিলাকে চড় মারেন কংগ্রেস নেতার এক সাক্ষাৎপ্রার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সদর দফতরে অস্কার ফার্নান্ডেজের সঙ্গে দেখা করতে এসেছিলেন অজয় মিশ্র নামে এক যুবক। নির্দিষ্ট স্থানে তিনি গাড়ি না রাখায় আপত্তি করেছিলেন ওই মহিলা কনস্টেবল। কথা কাটাকাটির মাঝেই তাঁকে চড় মারেন অজয়। এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তুঘলক রোড থানায়।
|
পথ দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ট্রাকের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিক্ষিকার। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে, বঙ্গাইগাঁও জেলার মানিকপুর থানার নোয়াপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম প্রণীতা রায় (৩২)। বাড়ি বঙ্গাইগাঁও জেলার সিদলসতী গ্রামে। তিনি জেলার ডাঙাইগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার দিন রাতে মোটর বাইকে করে স্বামীর সঙ্গে তিনি শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। ৩১ নং জাতীয় সড়কে মানিকপুর থানার নোয়াপাড়া গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রণীতাদেবীর মৃত্যু হয়। গুরুতর জখম হন তাঁর স্বামী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বঙ্গাইগাঁও জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে।
|
মিলল কর্নাটক বিস্ফোরণের সূত্র
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
কর্নাটক বিস্ফোরণের ঠিক তিন দিনের মাথায় বিস্ফোরণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল বেঙ্গালুরু পুলিশের। শহরের পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ঔরাদকার জানালেন, “বিস্ফোরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে।”
|
বোমা উদ্ধার |
সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৩ টি শক্তিশালী অত্যাধুনিক বোমা। শনিবার বিকেলে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার বালাজান-বতুয়াতলি গ্রামে ঘটনায় এক যুবক ধরা পড়েছে। ধৃতের নাম সিজু রায়। বাড়ি বালাজান-বতুয়াতলি গ্রামে। ধৃতের সঙ্গে কেএলও জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নাশকতা ছড়াতে দুষ্কৃতীরা ওই গ্রামে অত্যধুনিক বোমা মজুত করে রেখেছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন বিকেলে জেলা পুলিশ এবং সিআরপিএফ-র একটি দল ওই গ্রামে হানা দিয়ে সিজু রায়ের বাড়ির গোয়াল ঘরে পুঁতে রাখা অবস্থায় ৩ টি শক্তিশালি বোমা উদ্ধার করে। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত জানান, বোমাগুলি কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে। |
|