ত্রিফলার অন্তর্বর্তী অডিট রিপোর্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-কে দেবে না পুর প্রশাসন। শুক্রবার সিএজি-র রেসিডেন্ট অডিট অফিসারকে চিঠি দিয়ে সে কথা কৌশলে জানিয়ে দিয়েছে পুরসভার অভ্যন্তরীণ অডিট দফতর। বলা হয়েছে, প্রয়োজনে সিএজি-র অফিসারদের ত্রিফলা সংক্রান্ত ফাইল দেখানো হবে। এমনকী অন্তর্বর্তী রিপোর্ট নিয়ে পূর্বতন মিউনিসিপ্যাল অডিট অফিসারের নোটও দেখানো যেতে পারে। কিন্তু অডিট রিপোর্টটি দেওয়া হবে কি না, তা নিয়ে চিঠিতে একটি শব্দও খরচ করা হয়নি। কলকাতায় ত্রিফলা আলো লাগানোয় কেলেঙ্কারি নিয়ে গত মাসে বিশেষ তদন্ত শুরু করেছে সিএজি। পুরসভা সূত্রের খবর, সিএজি-র একটি দল ইতিমধ্যেই বিধাননগর ও মহেশতলা পুরসভা এলাকায় ঘুরে নানা তথ্য সংগ্রহ করেছে। কলকাতায় বসানো ত্রিফলা বাতিস্তম্ভের সঙ্গে ওই দুই পুর এলাকার বাতিস্তম্ভের ফারাক আছে কি না, তা-ও যাচাই করছেন তাঁরা।
|
ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণআন্দোলন আয়োজন করছে দক্ষিণ কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার ওই সংস্থার তরফে ‘জাগ্রত বিবেক’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। পুস্তিকায় ‘চিটফান্ড মরূদ্যান না মরীচিকা’ শীর্ষক একটি প্রতিবেদনে মানুষকে বোঝানো হয়েছে, ভুঁইফোঁড় সংস্থাগুলি কী ভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে সর্বস্বান্ত করে। মানুষকে টাকার লোভ দেখিয়ে এই সংস্থাগুলি যে তা আত্মসাৎ করে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে ওই প্রতিবেদনে। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কার্তিকবাবুরা গণআন্দোলন করবেন, তা-ও ওই প্রতিবেদনেই প্রকাশিত।
|
মদিনার নাবাভি মসজিদের ইমাম শায়েখ আব্দুল মুহসিন আল ক্বাসিম ১০ মে কলকাতা আসছেন। ওই দিন তিন ওয়াক্ত নমাজ পড়াবেন তিনি। শনিবার এ কথা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমার সাধারণ সম্পাদক কাজি সামসুদ্দিন আহমেদ ও সাংসদ সুলতান আহমেদ। এখন যাঁরা সৌদি আরবে হজ করতে যান, তাঁরা মদিনার ওই মসজিদেই নমাজ পড়েন। সুলতান জানান, ১৯৭৩ সালে মক্কার ইমাম কলকাতায় এসেছিলেন। এর ৪০ বছর পরে আসছেন মদিনার ইমাম। ইমামের কলকাতা সফর উপলক্ষে ব্রিগেডে ধর্মীয় সম্মেলন করতে চান জমিয়তে উলেমা। সুলতান বলেন, “ওই সম্মেলনে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ কলকাতায় আসবেন। এত মানুষ যাতে ইমামের পিছনে নমাজ পড়তে পারেন তার জন্য বড় ময়দান দরকার।” কিন্তু ব্রিগেডে ধর্মীয় সম্মেলন করতে প্রতিরক্ষা দফতরের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যে সেই আর্জি জানানো হয়েছে।
|
দিল্লিতে এসএফআইয়ের হাতে অর্থমন্ত্রী অমিত মিত্রের হেনস্থা ও রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে আজ, রবিবার সাংসদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহরের চার জায়গা থেকে মিছিল করে রানি রাসমণি অ্যাভিনিউতে যাবে যুব তৃণমূল। সেখানে সমাবেশ করবে তারা। সোমবার সংসদে গাঁধী মূর্তির সামনে অবস্থান করবে তৃণমূল। ২৬ এপ্রিল, শুক্রবার কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিলও করবে তারা। মুকুল রায় দলের ওই তিন কর্মসূচির কথা জানান।
|
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শনিবার গ্রেফতার হল দুই কিশোর। ধৃতদের নাম রঞ্জিত দাস ও সমীর নাইয়া। দু’জনেই পূর্ব যাদবপুরের শহীদস্মৃতি কলোনির বাসিন্দা। পুলিশ জানায়, শিবরাত্রির রাতে ই এম বাইপাসের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই এলাকার কয়েকটি ছেলের বিরুদ্ধে। বাকিদের সে দিন গ্রেফতার করা হলেও এই দুই অভিযুক্ত পলাতক ছিল। |