বাংলা আধুনিক গানের বিশিষ্ট শিল্পী গোরাচাঁদ মুখোপাধ্যায় প্রয়াত হলেন। শনিবার নিজের উত্তর কলকাতার বাড়িতে মৃত্যু হয় তাঁর। ১৯৬৫-তে শিল্পীর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। সে বছরই আকাশবাণীতে গান গাওয়ার শুরু। তার পরে প্রায় অর্ধশতকের সঙ্গীতজীবনে প্রকাশিত হয়েছে বহু রেকর্ড। গত পুজোতেও তাঁর নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়। শিক্ষক হিসেবেও তিনি যুক্ত ছিলেন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে।
|
‘সহজিয়া ফাউন্ডেশন নামে একটি সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে রবীন্দ্র সদনে সম্মানিত করা হল দরবেশী গায়ক ৮৩ বছরের কালাচাঁদ দরবেশ ও তাঁর বাদ্য সহযোগী তিলক মহারাজকে। কালাচাঁদবাবুর জীবন নিয়ে দেব চৌধুরীর তৈরি তথ্যচিত্র ‘দরবেশী গানের সন্ধানে’ দেখানো হয়। ছিল লোকগানের দল সহজিয়া। |