আজকের শিরোনাম
বারাসতের ন’পাড়ায় উত্তেজনা
আজ বারাসতের ন’পাড়ায় একটি অর্থলগ্নিকারী সংস্থার অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সংস্থার মালিকের বাড়িও ভাঙচুর করে আমানতকারীরা। লগ্নির অর্থ সঠিক সময় ফেরত না পাওয়ায় দীর্ঘ একমাস ধরেই এই বিক্ষোভ চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ তা বড় আকার নেয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের উপর ইটবৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। পুলিশের পাল্টা লাঠিচার্জে আহত হন অনেকে। সংস্থার মালিককে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

দিল্লি নাবালিকা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার
দিল্লিতে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণে মূল অভিযুক্ত মনোজ কুমারকে গ্রেফতার করল পুলিশ। গতকালই দিল্লির পুলিশ কমিশনার নীরজ কুমার জানিয়েছিলেন মনোজকে ধরতে বিহার রওনা দিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। আজ ভোর রাতে বিহারের মজফফরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে ধৃতকে দিল্লি নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩৭৬(এ) ধর্ষণ ও ৩৬২-এ ধারায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে।
গত ১৫ এপ্রিল শিশুকন্যাটিকে অপহরণ করে প্রতিবেশী পেশায় শ্রমিক বছর ২৫-এর ওই যুবক। এরপর টানা চারদিন তাকে ঘরে আটকে রেখে অত্যাচার চালানো হয় বলে জানিয়েছেন শিশুর মা-বাবা। গতকাল মেয়েটিকে তারই বাড়ির একতলার ঘর থেকে উদ্ধার করা হয়। এরপর থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করে বলে জানিয়েছেন শিশুর আত্মীয়েরা। উপরন্তু মেয়েটির পরিবারকে ঘুষ দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দিল্লি পুলিশের কাছে তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও।

চিনে তীব্র ভূমিকম্প, মৃত ১০০
আজ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ চিনের ইয়ান শহরের লুসানে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ৭.০। ইতিমধ্যেই ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত সহস্রাধিক। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটির প্রায় ১৩ কিলোমিটার গভীরে বলে খবর। ভূকম্পের তীব্রতা সবচেয়ে বেশি বোঝা গিয়েছে সিচুয়ান প্রদেশের চেংরু-তে। প্রায় ২০ সেকেন্ড ধরে এই কম্পন চলেছে বলে জানিয়েছেন এক বাসিন্দা। এছাড়াও গুয়ানঝৌ, গাংসু, সানঝি ও ইউনান প্রদেশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে তীব্র ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০ হাজার মানুষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.