জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাঁচি |
হোম টিম: কলকাতা নাইট রাইডার্স
‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: -
টেস্ট খেলা: হয়নি
এক দিনের খেলা: ভারত ১৫৭/৩
কবে: ১৯ জানুয়ারি, ২০১৩
কাদের বিরুদ্ধে: ইংল্যান্ড
টি-২০ খেলা: হয়নি
আইপিএল ২০১৩-র প্রথম খেলা: ১২ মে ’১৩
প্রথম খেলা কাদের: কলকাতা নাইট রাইডার্স বনাম বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স
মোট খেলা: ২ টি
রাঁচির এই স্টেডিয়াম অবশ্য বেশি পরিচিত জেএসসিএ ক্রিকেট স্টেডিয়াম নামে। এ রাজ্যের আন্তর্জাতিক ম্যাচগুলির নয়া গন্তব্য ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোশিয়েসনের এই স্টেডিয়াম। ঝাড়খণ্ড ক্রিকেট দলের ঘরের মাঠ হলেও এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সেরও ঘরের মাঠ এই স্টেডিয়াম। এ বছর কেকেআরের দু’টি হোম ম্যাচ জেএসসিএ স্টেডিয়ামে।
এ বছরেরই ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হয়েছে। দেশের অন্যতম সেরা এই স্টেডিয়ামের গঠনগত নকশার পরিকল্পক দিল্লির কোঠারি অ্যাসোশিয়েসন প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা। রাঁচি বিমানবন্দরের কাছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চত্বর হল স্টেডিয়ামের মূল ঠিকানা। এটি আক্ষরিক অর্থেই জাতীয় দলের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠ। জেএসসিএ স্টেডিয়ামের গঠনগত অভিনবত্বে এখানে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। তা হল, বিকেল ৪.৪৫-এর আগে সূর্যের আলো পড়ে কোনও ভাবেই স্টেডিয়ামের ভিতরের ন’টি পিচে ছায়া ফেলতে পারে না। স্টেডিয়াম চত্বরে রয়েছে পাঁচটি পিচ-সহ আরও একটি মাঠ। খেলোয়াড়দের প্র্যাকটিসের জন্য প্রস্তুত আটটি পিচও। তিনটি পিচ-সহ একটি ইন্ডোর সেন্টার ও প্র্যাকটিসের খেলোয়াড়দের থাকার জন্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও রয়েছে।
এখানে ৪০ হাজার ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর ব্যবস্থা। বিলাসিতার আধুনিকতা নিয়ে হাজির ৭৬টি কর্পোরেট বক্সও। এছাড়া রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত পাঁচটি স্তর, যার প্রত্যেকটি স্তরে রয়েছে ভিআইপি এরিয়া-সহ মেম্বারস ও প্রেসিডেন্ট বক্স ইত্যাদি বহুমুখী বন্দোবস্ত। |
খেলার পরিসংখ্যান |
প্রথম টেস্ট |
- |
- |
শেষ টেস্ট |
- |
- |
প্রথম ওয়ান ডে |
ভারত বনাম ইংল্যান্ড |
১৯ জানুয়ারি, ২০১৩ |
শেষ ওয়ান ডে |
ভারত বনাম ইংল্যান্ড |
১৯ জানুয়ারি, ২০১৩ |
প্রথম টি-২০ |
- |
- |
শেষ টি-২০ |
- |
- |
|
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান |
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী |
- |
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী |
- |
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী |
বিরাট কোহলি |
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী |
রবিন্দ্র জাদেজা |
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী |
- |
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী |
- |
|
ম্যাপ দেখার জন্য...
|
|
|