সহমতের ভিত্তিতে জমি অধিগ্রহণ বিল |
আজ সর্বদলীয় বৈঠকে প্রধান বিরোধী দল বিজেপির সহমতের ভিত্তিতে নতুন জমি অধিগ্রহণ বিলের প্রস্তাব আনল কেন্দ্র। এই বিলের মুখ্য বিচার্য বিষয়গুলি নিয়ে আজ সর্বদল বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি খসড়া বানানো হয়েছে, যা সংসদের দু’টি কক্ষেই চূড়ান্ত সম্মতির জন্য পাঠানো হবে। কংগ্রেসের শীর্ষ নেতা কমলনাথ জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিরোধীদের আনা বেশিরভাগ প্রস্তাবেই সহমত পোষণ করা হয়েছে। অন্য দিকে বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, বিলটি যাতে সাধারণ মানুষের স্বার্থে তৈরি হয় তা ছিল তাঁদের প্রধান বিচার্য বিষয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা এই বৈঠকে অংশগ্রহণ করবে না।
|
বেঙ্গালুরু বিস্ফোরণে চিহ্নিত সন্দেহভাজন |
বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করল তদন্তকারী দল। সিসি টিভি ফুটেজে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই তার স্কেচ প্রকাশ করে সন্ধান চালানো হচ্ছে। যে বাইকে বিস্ফোরক রাখা ছিল তার মালিকের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি একজন প্রাক্তন টেলিকম কর্মচারী শঙ্কর নারায়ণন। যদিও তিনি জানিয়েছেন, ৪ বছর আগেই বাইকটি বিক্রি করেছিলেন। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
গ্রেফতারের আদেশের পরই পালালেন পারভেজ মুশারফ |
আজ সকালে ইসলামাবাদ হাইকোর্ট পারভেজ মুশারফের জামিনের আবেদন খারিজ করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার পরই আদালত চত্বর ছেড়ে পালিয়ে যান পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পুলিশ পৌঁছবার আগেই তাঁর দেহরক্ষীরা তাঁকে আদালত থেকে বার করে নিয়ে যায়। এ মুহূর্তে তাঁর কোনও খোঁজ নেই। ২০০৯ সালে এক আইনজীবীর করা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।
|
টেক্সাসে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬০, আহত শতাধিক |
আমেরিকার দক্ষিণ টেক্সাসের একটি সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন মারা গিয়েছেন। আহত আরও শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানায় প্রচণ্ড শব্দ হওয়ার পরই গোটা অঞ্চলটি কালো ধোঁয়ায় ভরে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল পৌঁছয় ঘটনাস্থলে। আসে আপতকালীন মেডিক্যাল টিম। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। |