বেঙ্গালুরুতে বিস্ফোরণ, মৃত ১, আহত ১৬ |
আজ সকাল ১০.৪৫ নাগাদ বেঙ্গালুরুর মল্লেশ্বরম এলাকায় বিজেপি দফতরের সামনে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের ৩টি গাড়ি ও ১৫টি বাইকে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩ কিলোমিটার দূর থেকে এর আওয়াজ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ পুলিশকর্মী-সহ ১৬ জন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আজ কর্নাটক বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বলে বিজেপির দফতরে বেশ ভিড় হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, একটি গাড়ির মধ্যে রাখা সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। তবে পুলিশ এটাও জানিয়েছে, বাইকে রাখা বিস্ফোরক থেকেও এটা ঘটতে পারে। ঘটনাস্থলে পৌঁছেয় বম্ব স্কোয়াড, স্নিফার ডগ ও ফরেন্সিক বিশেষজ্ঞ দল। তারা কিছু নমুনাও সংগ্রহ করেছে। গোটা এলাকায় তল্লাশি চলানো হচ্ছে। রয়েছে পুলিশ পোস্টিং।
|
বাড়ল আত্মসমর্পণের সময়সীমা |
আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর জন্য অভিনেতা সঞ্জয় দত্ত সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন, সেই শুনানিতেই তাঁর আত্মসমর্পণের মেয়াদ আরও একমাস বাড়াল সুপ্রিম কোর্ট। সঞ্জয় দত্ত জানিয়েছিলেন, তাঁর উপর প্রযোজকদের বহু টাকা লগ্নি করা রয়েছে। হাতে থাকা চলচ্চিত্রের কাজ শেষ করার জন্যই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী ১৬ মে পর্যন্ত আত্মসমর্পণের সময়সীমা বাড়াল দেশের সর্বোচ্চ আদালত। |