অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স এল মেডিক্যাল কলেজে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম রোগীদের হাসপাতালে আনতে অত্যাধুনিক সুবিধা যুক্ত বিশেষ অ্যাম্বুল্যান্স এল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার ওই নতুন অ্যাম্বুল্যান্সটি গাড়িটি আনা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব বলেন, “মূলত প্রস্তাবিত ট্রমা সেন্টার চালুর লক্ষ্যে ওই বিশেষ অ্যাম্বুল্যান্স আনার পরিকল্পনা হয়। অত্যাধুনিক ওই অ্যান্বুল্যান্সে কোনও জায়গা থেকে মুমূর্ষু রোগীকে হাসপাতালে আনা বা অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে রাস্তায় গাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করার সুবিধা রয়েছে।” মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের আর্থিক অনুদানে ওই অ্যাম্বুল্যান্স কেনা হয়েছে। গাড়িটির দাম ১০ লক্ষ টাকা। গাড়ির মধ্যে থাকা ডিফিব্রিনেটর, ভেন্টিলেটর, মনিটর-এর মতো বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের দাম ৪০ লক্ষ টাকার মতো। পরিবহণ দফতরে গাড়িটি নথিভুক্তকরণের পর নম্বর পেলে শীঘ্রই চালু করা হবে। হাসপাতালের সুপার সব্যসাচী দাস জানান, ট্রামা সেন্টার চালু করতে সময় লাগলেও আপাতত ওই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হবে। তাতে রোগীদের হাসপাতালে আনা নেওয়ার ক্ষেত্রে সুবিধা মিলবে। ওই গাড়িতি কাজের জন্য নার্স এবং স্বাস্থ্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেও উদ্যোগী কর্তৃপক্ষ। আপাতত ৫ জনকে প্রশিক্ষণের জন্য কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই তারা প্রশিক্ষণ নিতে যাবেন। |
বিপাকে রোগী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে গত তিনদিন শল্য চিকিসক না থাকায় সমস্যায় পড়ছেন রোগী এবং তাঁদের আত্মীয়েরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানান, হাসপাতালে দুজন শল্য চিকিসকের একজন ছুটিতে রয়েছেন। অপরজন গুরুত্বর অসুস্থ হওয়ায় সমস্যা হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য দফতরে জানিয়েছি। হাসপাতাল সুপার সুজয় বিষ্ণু অন্যান বিভাগের চিকিৎসকদের দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচার-সহ কাটা ছেঁড়ার ক্ষেত্রে রোগীদের কোচবিহারে রেফার করায় রোগীরা সমস্যায়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার শাখা সম্পাদক যুধিষ্ঠির দাস জানান, সমস্যার বিষয়টি দ্রুত স্বাস্থ্য কর্তাদের দেখা দরকার। |
বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম শুচিস্মিতা দাস (২৬)। হাওড়া বাকসাড়ার ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন ২৯ মার্চ। ৩০ তারিখে তাঁর দু’টি মেয়ে হয়। পরে একটি শিশু মারা যায়। প্রসূতিরও শারীরিক পরিস্থিতির অবনতি হয়। পরিবারের অভিযোগ, ৩০ মার্চ থেকেই অজ্ঞান হয়ে ছিলেন শুচিস্মিতা। সোমবার সকালে তিনি মারা যান। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ হয়। পুলিশ আসে। |