টুকরো খবর |
সমস্যা মালবাজারেও
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
জল মিলছে না কুয়োতে। বিকল হচ্ছে নলকূপ। গরমের শুরুতে শহর জুড়ে বেড়ে চলা এই জলকষ্ট সামাল দিতে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মালবাজার পুরসভার কর্তৃপক্ষ। পানীয় জল সরবরাহের জন্য চা বাগান থেকে ট্যাঙ্কার চাওয়া হয়েছে। সেই সঙ্গে নলকূপের গভীরতা বাড়ানোর জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে। মালবাজারের মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস বলেন, “জলকষ্ট মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, জল স্তর এতটাই নেমেছে যে শহর এলাকার কুয়োগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বিকল হয়েছে নানা ওয়ার্ডের নলকূল। পুরসভার ১৫টির মধ্যে ১০টি ওয়ার্ডে সমস্যা একটু বেশি। সেখানে অধিকাংশ কুয়োই শুকিয়ে গিয়েছে। নলকূপগুলিও এখন বিকল হতে শুরু করেছে। পরিস্থিতির সামাল দিতে পুরসভার তরফে মহকুমা প্রশাসনের কাছে জল ট্যাঙ্কার চাওয়া হয়েছে। নলকূপগুলো গভীর করা যায় কিনা দেখছে পুরসভা। শুধু মালবাজার শহর এলাকাই নয়। প্রশাসন সূত্রে জানা যায় মহকুমার লুকসান, নাগরাকাটা বাজার, ওদলাবাড়ি, ডামডিম, মেটেলি কিংবা চালসাতেও জল সংকট বেড়েছে। মহকুমা শাসক বলেন, “মহকুমার বিভিন্ন এলাকা থেকে জলকষ্টের খবর মিলেছে। আপাতত সেখানেও গভীর নলকূপ বসানোর চেষ্টা চলছে।”
|
হাসিমারা বায়ুসেনা ছাউনির সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
প্যারাসুট নিয়ে বায়ুসেনাদের কসরত দেখতে ভিড়। ছবি সেনাবাহিনীর সৌজন্যে। |
ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন এয়ার কমান্ডের হাসিমারা ছাউনি ৫০ বছর পূরণ করল। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী পালন করা হয়। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া অনুষ্ঠান শনিবার শেষ হয়। বায়ুসেনার তরফে গ্রুপ ক্যাপ্টেন তরুণ সিংহ জানিয়েছেন, সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে অসমের তেজপুর থেকে ৩টি সুখোই-৩০ যুদ্ধবিমান হাসিমারায় এসে নামে। এ ছাড়া এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টারের মহড়া, স্কাইডাইভিং, দেখানোর ব্যবস্থা করা হয়। ১৯৬৩-র ৭ এপ্রিল হাসিমারা ছাউনি চালু হয়। ’৬৫, ’৭১-এ ভারত-পাক যুদ্ধে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুসেনার প্রথম অ্যারোবেটিক্স টিম ‘দ্য থান্ডারবোল্ট’ এই ছাউনিতে তৈরি হয়। ছাউনিটি ‘তুফানি স্কোয়াড্রন’-এর আঁতুড়ঘর হিসাবেও চিহ্নিত ছিল। বর্তমানে এই সেনা ছাউনির দায়িত্বে রয়েছেন কমান্ডার এন বাহরি।
|
স্ত্রীর গলায় কোপ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মদ খাওয়া নিয়ে বচসায় স্ত্রীর গলায় কুড়ুলের কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থানার শোভাগঞ্জ এলাকায়। ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা মারধর করে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। আলিপুরদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর জানান, ধৃতের নাম মানিক অধিকারী। তিনি দিনমজুরের কাজ করেন। জখম গৌরী নির্মাণ শ্রমিকের কাজ করেন। মদ্যপান নিয়ে বচসা হওয়ায় ধৃত মানিক স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপ মারে বলে অভিযোগ। ধৃতের মেয়ে সুপ্রিয়া বলেন, “বাবা প্রায়ই মদ খেয়ে বাড়িতে গোলমাল করে। এ দিন সকাল থেকে মদ খাওয়া নিয়ে বাবার সঙ্গে মা’র গোলমাল হয়। দুপুরে মা বিছানায় শুয়ে ছিল। সেই সময় বাবা মা’কে আক্রণ করে। পরে পালানোর সময় বাবাকে পাড়ার লোকজন ধরে ফেলেন।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
মালবাহী ছোট গাড়ির ধাক্কায় মারা গেল সাইকেল আরোহী এক যুবক। সোমবার বেলা ১২ নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ির গাদং এলাকার শালবাড়ি লাগোয়া ফালাকাটা-ধূপগুড়ি পূর্ত সড়কে। ওই ঘটনায় গুরুতর জখম এক কিশোরীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সঞ্জয় সরকার (১৯)। জখম ওই কিশোরী তার পিসতুতো বোন। বাড়ি ময়নাগুড়ি থানা এলাকার ধওলাগুড়ি গ্রামে। দু’দিন আগে সঞ্জয় বোনকে নিয়ে শালবাড়ি গ্রামে দিদির বাড়ি বেড়াতে যায়। দু’জন স্টেশনের দিকে যাবার পথে ফালাকাটাগামী মালবাহী গাড়ি তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। ওই ঘটনায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
|
গ্রেফতার ২ প্রতারক
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
রেলে চাকরি করে দেওয়ার টোপে দিয়ে এক যুবকের থেকে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ কুমারগ্রামের ছোট দলদলি থেকে দুই জনকে ধরে। ধৃতদের নাম অশোক পাশোয়ান ও রামপদ শৈব। প্রথম জনের বাড়ি মাদারিহাটে অশ্বিনীনগর, দ্বিতীয় জনের বাড়ি ফালাকাটায়। ধৃতেরা ছোটদলদলির যুবক মনোজ মোছারিকে রেলে চতুর্থ শ্রেণির পদে চাকরি করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তিন লক্ষ টাকা দাবি করে। ৬ এপ্রিল মনোজ জমি বিক্রি করে এক লক্ষ টাকা তাদের দেয়।
|
নববর্ষে বার-পুজো
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নববর্ষে ক্ষণিক সঙ্ঘের মাঠে বার পুজো হল। সোমবার সকাল সাড়ে ৭ টা নাগাদ মাঠে বার পুজো উপলক্ষ্যে জড়ো হন ক্লাবের কর্মকর্তা থেকে মনজিৎ সিংহের মতো ফুটবলার, ক্রীড়াপ্রেমীদের অনেকেই। ক্লাবের সভাপতি মানু সেন জানান, ফি বছরই এ দিন তারা বার পুজোর আয়োজন করে থাকেন। রীতি মেনে এ বারও তার আয়োজনে খামতি রাখা হয়নি। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগেও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বার পুজোর আয়োজন করা হয়।
|
সিটি সেন্টারে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুই বছরে পা রাখল শিলিগুড়ি সিটি সেন্টার। সোমবার নববর্ষের দিন সিটি সেন্টারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা থেকে গান, ফ্যাশন শো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জিনিস সিটি সেন্টারে রয়েছে। আরও ১৫টি নতুন ব্র্যান্ডের সঙ্গেও তাদের চুক্তি হয়েছে। এ বছরের মধ্যই তারা এই সিটি সেন্টারে পসরা নিয়ে আসছে। |
|