টুকরো খবর
বিপর্যয় মোকাবিলায় নয়া বাহিনী
খাতা খোলা: দমকলকেন্দ্রের শিলান্যাস বাঁশদ্রোণীতে।
রাজ্যের প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলায় ‘ইউনিফায়েড কমান্ড’ তৈরি করার কথা ঘোষণা করলেন দমকলমন্ত্রী জাভেদ খান। সোমবার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে একটি দমকল কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার উপযুক্ত ব্যবস্থা থাকবে এই ইউনিফায়েড কমান্ডে। গ্রামাঞ্চলে নৌকাডুবি বা জলে ডোবার ঘটনায় যাতে চটজলদি উদ্ধারের ব্যবস্থা করা যায়, তাই কয়েক জন প্রশিক্ষিত ডুবুরিকেও ওই কমান্ডে রাখা হবে বলে জানান দমকলমন্ত্রী। দমকল দফতর সূত্রের খবর, এ জন্য সরকারের খরচ হবে ৫০ কোটি টাকা। এ দিনের অনুষ্ঠানে দমকলমন্ত্রী ছাড়াও ছিলেন যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, ডিজি (দমকল) ডি পি তারানিয়া, পুরসভার দুই বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এবং তপন দাশগুপ্ত। অরূপবাবু বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২৪ বছর এখানকার বিধায়ক ছিলেন। অথচ, এলাকার কোনও উন্নয়ন হয়নি।” দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণও গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন অরূপবাবু। এ দিকে, রবিবার গড়িয়ার কামডহরিতে টালি নালার উপর নতুন করে নির্মিত একটি সেতুর উদ্বোধন করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। যুবকল্যাণ মন্ত্রী এবং টালিগঞ্জের বিধায়ক অরূপবাবু বলেন, “টালিনালার উপর চওড়া সেতু না থাকায় এলাকার বাসিন্দাদের খুবই অসুবিধা। আমরা এখানে এ রকমই ১৮টি সেতু তৈরি করে বাসিন্দাদের অসুবিধা দূর করতে চাই।”

কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন মুকুলের
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সওয়াল করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই বাহিনীর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলল শাসক দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর জন্য দাবি তুলেছে কংগ্রেসও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় সোমবার প্রশ্ন তুলেছেন, “কেন্দ্রে কংগ্রেসের সরকার বলেই কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ হবে? আর অন্য রাজ্যের পুলিশ আনলে তারা নিরপেক্ষ হয়ে কাজ করবে না?” পঞ্চায়েত ভোট বিলম্বিত করার জন্য কংগ্রেস এবং সিপিএমকেই ফের দায়ী করেছেন মুকুলবাবু। তাঁর কথায়, “আমরা দ্রুত ভোট চেয়েছি। ফলাফল আঁচ করেই কংগ্রেস এবং সিপিএম ভোটে আসতে চাইছে না!” মুকুলবাবুর যুক্তি খণ্ডন করে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এ দিন বলেন, “তৃণমূল অকৃতজ্ঞের মতো কথা বলছে! গত পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা নিরপেক্ষ ভাবে কাজও করেছিল। এখন অনাবশ্যক ভাবে নির্বাচন কমিশনকে উত্ত্যক্ত করেছে রাজ্য।” তৃণমূলে যোগদান: বিধায়ক উইলসন চম্পামারির পরে ডুয়ার্সের অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতা পরেশনাথ রাহাই, মহম্মদ ইউসুফ আনসারি,ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উত্তরবঙ্গের যুগ্ম সম্পাদক বিধান সরকার-সহ বেশ কয়েক জন সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন। তপসিয়ায় তৃণমূল ভবনে এ দিন তাঁদের নিয়ে আসেন কলকাতা পুরসভার কাউন্সিলর শান্তনু সেন। মুকুলবাবু বলেন, “পাহাড়ে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চা এবং তরাই-ডুয়ার্সের আদিবাসী মোর্চার নেতা-কর্মীরা যোগ দেওয়ায় উত্তরবঙ্গে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.