যুবককে খুনের অভিযোগে একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের জীবনতলার মঠেরদীঘি এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম নুর ইসলাম গাজি (১৮)। তাঁকে খুনের অভিযোগে তার ঠাকুর্দা কাজিম গাজি, ঠাকুমা আয়েলা গাজি, বাবা গোলাম নুর গাজি, কাকা সফিকুল গাজি এবং কাকিমা সবুরজান বিবিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কিছুদিন ধরে পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি লেগে থাকত। প্রায়ই নুর ইসলাম গাজির বাবা গোলাম নুর গাজি মদ খেয়ে এসে তাঁর স্ত্রীকে সারেজান বিবিকে মারধর করত। বাধ্য হয়ে কিছুদিন ধরে আলাদা থাকছিল নুর ইসলাম ও তার ভাই নুর হোসেন গাজি। নুর হোসেন গাজির অভিযোগ, তাঁরা আলাদা থাকলেও তাঁদের ঠাকুর্দা, কাকারা জ্বালানির কাঠ থেকে সমস্ত কিছু জোর করে নিয়ে যেত।
শনিবার গ্রামে বিচার হওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় নুর ইসলাম তার ঠাকুর্দার কাছে এ নিয়ে কথা বলতে গেলে হঠাত্ই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তার ঠাকুর্দা কাজিম গাজি। মারধর শুরু করে ঠাকুমা, কাকা, কাকিমা এবং বাবাও। নুর হোসেনের চিত্কারে ছুটে আসে গ্রামের লোকজন। কোনওরকমে নুর ইসলামকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এসে নুরের বাবা, কাকা, ঠাকুর্দা ও ঠাকুমাকে গ্রেফতার করে। সন্ধ্যায় গ্রেফতার করা হয় নুরের কাকিমাকেও। নুর ইসলামের ভাই নুর হোসেন গাজির লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। |