টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃতের নাম দিলীপ শেখ (৩৮)। বাড়ি মুর্শিদাবাদ থানার নতুনগ্রামে। সোমবার সকালে ভাগীরথীর পশ্চিম পাড় উত্তরপাড়া থেকে বাড়ি ফেরার পথে বহরমপুরের রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুর উপরে বালি ভর্তি একটি লরির ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পেশায় কাঠমিস্ত্রী ওই ব্যক্তির নতুনগ্রামে একটি কাঠের দোকান রয়েছে। এদিন সকালে সাইকেল চড়ে তিনি বহরমপুরের আসেন কাঠ কিনতে। কিন্তু বহরমপুরে কাঠ না পেয়ে তিনি তখন উত্তরপাড়া মোড়ে যান। সেখান থেকে ফেরার পথে ভাগীরথীর সেতুর উপরে ওই বিপত্তি ঘটে। ঘটনার পরেই চালক অবশ্য লরি চালিয়ে সোজা বহরমপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, ওই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে লরিটিকে।
|
গুলিতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • করিমপুর
|
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন আইনাল ঘোষ (৫৫) নামে এক ব্যক্তি। বাড়ি তেহট্টের ছিটকা গ্রামে। পুলিশ জানায়, সোমবার রাতে জনা কয়েক দুষ্কৃতী বাড়িতে গিয়ে আইনালকে ডাকে। সেই সময় তিনি বাড়ি ঢুকছিলেন। দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি মাঠে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান আইনালবাবু। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতণ্ডা। তৃণমূলের রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর দত্ত বলেন, “নিহত ওই ব্যক্তি আমাদের দলের কর্মী ছিলেন। এই খুনের পিছনে সিপিএমের হাত রয়েছে।” কিন্তু শাসকদলের জেলা কমিটির সম্পাদক তাপস সাহা অবশ্য অন্য কথা বলছেন। তিনি বলেন, “নিহত ব্যক্তি আমাদের দলের কেউ ছিলেন না।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “ওই ঘটনায় সঙ্গে রাজনীতির কোনও সংযোগ নেই।”
|
বাম অফিসে তালা
নিজস্ব সংবাদদাতদা • কৃষ্ণনগর
|
সিপিএমের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার দুপুরে কয়েকজন তৃণমূল সমর্থক হাঁসখালির ভৈরবচন্দ্রপুরে সিপিএমের অফিসে চড়াও হয়ে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক সুপ্রতিপ রায় বলেন, “আগেও একাধিকবার তৃণমূল একাধিকবার আমাদের পার্টি অফিস দখল করেছে।” অস্বাভাবিক মৃত্যু। এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। হাঁসখালির বড়চুপরিয়ায় বাড়ির পাশের গাছ থেকে ফিরোজা বিবি (২২) নামে ওই মহিলার দেহ উদ্ধার হয়। ওই মহিলার শ্বশুর, শাশুড়ি ও দেওরের নামে দৈহিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ হয়েছে।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
|
ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটের ঘটনা ঘটল খোদ কৃষ্ণনগর শহরে। রবিবার গভীর রাতে কৃষ্ণনগরের ঘূর্ণী বাগানপাড়ায় কাঠের মিস্ত্রি রাজু বারুইয়ের বাড়িতে হানা দিয়ে সশস্ত্র দুষ্কৃতীদল সোনার গয়না ও কয়েক হাজার টাকা লুঠ করে। রাজুবাবুর স্ত্রী কোয়েল দেবী বলেন, “ওরা গ্রিল ভেঙে প্রথমে দেওরের ঘরে ও পরে আমার ঘরে ঢুকে বেশ কিছু টাকা ও গয়না নিয়ে যায়।” কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
ফরাক্কায় খুন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
|
দুই বন্ধুর মধ্যে বচসা ও মারপিঠ থামাতে গিয়ে ছুরিকাঘাতে মৃত্যু হল ইমরান শেখ (২৬) নামে এক যুবকের। রবিবার ফরাক্কার হাউসনগরে তিন বন্ধু একসাথে মদ খাওয়ার সময় দুজনের মধ্যে ঝামেলা লাগে। তখন ইমরান নামে ওই তৃতীয় বন্ধু তাদের মধ্যে ঝামেলা থামাতে গেলে রহিম শেখ ছুরি মারে ইমরানের পেটে। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যাওয়ার পথেই মারা যায় ইমরান। অভিযুক্ত রহিম শেখ পলাতক।
|
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কান্দির যশহরি গ্রামের রাস্তার পাশে দেহটি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
|
বাস চলাচলে বিঘ্ন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
|
বাসভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে বাস ভাঙচুর ও বাসকর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকল কৃষ্ণনগর-অগ্রদীপ ঘাট রুটে। পরে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে বাস চালাতে শুরু করেন বাস মালিকরা।
|
জাল নোট সহ ধৃত দুই
|
এক লক্ষ টাকার জাল নোট সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যাণ্ডে তাদের ধরা হয়।
|
উদ্ধার বিষ্ণু মূর্তি |
|
—নিজস্ব চিত্র। |
খড়গ্রামের নগর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে রবিবার পাওয়া গিয়েছে কালো পাথরের এই বিষ্ণু মূর্তিটি। মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালার কিউরেটর মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “মূর্তিটি নবম শতকের শেষ ও দশম শতকের শুরুর দিকে পালযুগে নির্মিত হয়েছিল। তবে এই মূর্তিটি অসম্পূর্ণ। কিন্তু তাতেও বোঝা যাচ্ছে মূর্তিটির স্থাপত্যশৈলী বাংলার নিজস্ব।” তিনি জানান, পাল-সেন যুগে রাঢ় এলাকায় বহু বিষ্ণু উপাসক ছিলেন। কান্দি এই উত্তর রাঢ় এলাকাতেই পড়ে। |
|