|
|
|
|
পরম্পরা মেনে স্বাগত নতুন বঙ্গাব্দ |
নিজস্ব প্রতিবেদন |
কোথাও বাজছে রবীন্দ্রসঙ্গীত আবার কোথাও বা আধুনিক গান। বাঙালিয়ানা ধরে রেখে বর্ষবরণ উৎসবে মাতল দুই মেদিনীপুর।
সোমবার সকালে নিমতৌড়িতে তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে প্রার্থনা সভা, নাচ, গান ও আবৃত্তি করেন প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা। হাজির ছিলেন জাতীয় শিক্ষক সাধনচন্দ্র প্রামাণিক, সংস্থার সম্পাদক যোগেশ সামন্ত প্রমুখ। নিমতৌড়ি ভারত সঙ্ঘের উদ্যোগে বাংলা গানের অনুষ্ঠান, আতসবাজি প্রদর্শনী ও গণবিবাহের আয়োজন করা হয়। মেচেদার শ্রীধর মিলন মন্দিরে বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা সভা, কবিতা পাঠ ও লেখকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন লেখক রামরঞ্জন রায়, বীরেন্দ্রনাথ মাইতি, প্রমথনাথ মণ্ডল, স্নেহেন্দু বিকাশ মাইতি প্রমুখ।
এ দিন তমলুক শহরে দেবী বর্গভীমা মন্দিরে হালখাতার পুজো দেওয়ার জন্য ভিড় উপচে পড়ে। দোকানপাট অধিকাংশই ছিল ফুল ও আলোকমালায় সাজানো।
কাঁথিতে সকালে শিশুমেলার পক্ষ থেকে প্রভাতফেরি বেরয়। সন্ধ্যায় শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাব প্রাঙ্গণে শিশুমেলায় কচিকাঁচারা সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সকালে কাঁথি থানা চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কাঁথি থানার আইসি সোমনাথ দত্ত, মহিলা থানার ওসি রানুমিতা রায়-সহ ৫৫ জন রক্ত দেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উত্তাপ সাহিত্য গোষ্ঠী। অনুষ্ঠানে দীপক রক্ষিত, নটেন্দ্রনাথ দাস ও দেবকুমার দাস সঙ্গীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন এস মহিউদ্দিন, ইভা মাইতি, বেলা খাতুন, দিলীপ জানা, দেবাশিস মিশ্র প্রমুখ। কাঁথি দেশপ্রাণ ব্লকে কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ‘বর্ষবরণ’ গীতি আলেখ্যয় যোগ দেয় সমিতিরই শিশুদলের সদস্য অনিত মাইতি, সুকৃতি পণ্ডা, নীলিমা চক্রবর্তী, সাথী মাইতি প্রমুখ। বক্তব্য রাখেন সমিতির সম্পাদক স্বপন পণ্ডা।
ঝাড়গ্রামের ‘প্রোগ্রেসিভ কালচারাল সেন্টার’-এর উদ্যোগে অফিসার্স ক্লাব ময়দানে সোমবার সন্ধ্যায় বর্ষবরণ ও সংস্থার চতুর্দশ বর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি, নাচ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লঘুসঙ্গীত ও ঝুমুর গান পরিবেশিত হয়। ৭ এপ্রিল সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল। সফল প্রতিযোগীদের এ দিন পুরস্কৃত করা হয়। অতিথিদের মধ্যে ছিলেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয়প্রকাশ মাহাতো, শিক্ষাব্রতী অনুপ দে, সংস্থার সম্পাদক সন্দীপ দাস প্রমুখ। |
|
|
|
|
|