ক্যাপ্টেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ হল, কোনও ক্রিকেটারকে প্রথম এগারোর বাইরে রেখে মাঠে নামা। তার চেয়েও বড় চ্যালেঞ্জ তাকে গিয়ে বলা যে, তুমি আজ খেলছ না। আমার মনে হয়, সততা এবং স্বচ্ছ্বতা রেখে ব্যাপারটা করা সবচেয়ে ভাল। আমাদের টিমে, মানে কেকেআরে, কোচ ট্রেভর বেলিস, সহকারি কোচ বিজয় দাহিয়া বা আমি নিজে গিয়ে টিমমেটদের বলি যে, তুমি বা তোমরা আজ প্রথম এগারোয় নেই। অন্য কারও মুখ থেকে শোনার আগে আমরা নিজেরা বললে, ব্যাপারটা ভাল দেখায়।
আমার মনে আছে, আইপিএল ফাইভ ফাইনালে বালাজি হঠাৎ-ই চোট পেয়ে গেল। আর ওর বদলে লি-কে টিমে আনতে হল। ম্যাকালামের ফাইনালে নামা নিশ্চিত ছিল। কিন্তু যেহেতু চার জনের বেশি বিদেশি খেলানো যাবে না, তাই ম্যাকালামের বদলে লি। আমাদের কম্বিনেশনটা যে শুধু নষ্ট হল তাই নয়, ব্যক্তিগত ভাবে অসম্ভব খারাপ লাগছিল ম্যাকালামের জন্য। আইপিএলের সবচেয়ে বড় ম্যাচেই ও নামতে পারল না।
কিন্তু আমি তখনই মনে মনে ঠিক করে ফেলি, যে ম্যাকালামকে খবরটা আমি নিজেই দেব। খুব বড় একটা সিদ্ধান্ত ছিল ওটা। ঠিক করি, গোটা টিমের সামনেই আমি কথাটা বলব, যাতে আইপিএল ফাইনালের মতো বিগ ম্যাচের আগে কোনও রকম ভুল বোঝাবুঝি না হয়। চেন্নাইয়ের টিম হোটেলে মিটিংটা আমি শুরুই করি, ম্যাকালামকে খবরটা দিয়ে। আমি নিজে ওর কাছে ক্ষমা চাই। যুক্তিও দিই কেন ওকে টিমে রাখতে পারছি না। ‘বাজ’ (ম্যাকালামকে আমরা এই নামে ডাকি) দেখলাম ব্যাপারটা বুঝল। সম্ভবত আমাকে ক্ষমাও করে দিল।
গত দু’টো ম্যাচে ম্যাকালাম আর লি-কে আমি খেলাতে পারিনি। দু’জনেই কিংবদন্তি। কিন্তু তার পরেও দেখলাম, টিমের স্বার্থটা ওরা খুব ভাল ভাবে বুঝতে পারছে। বিশ্বাস করুন, ব্যাপারটা খুব সহজ নয়। কিন্তু লি-কে দেখলাম, ব্যাপারটাকে যে শুধু সহজ ভাবেই নিয়েছে তাই নয়, বোলিং মেন্টরের কাজটাও খুব মন দিয়ে করে যাচ্ছে।
খুব সম্ভবত, আমরা চলতি আইপিএলের দ্বিতীয় বড় ম্যাচটা খেলে ফেললাম। প্রথমটা দিল্লির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচটা। যেটা আমরা প্রবল ভাবে জিততে চেয়ছিলাম। যাতে টুর্নামেন্টটা জয় দিয়ে শুরু করা যায়। দ্বিতীয়টা রবিবারের সানরাইজার্স ম্যাচ। জয়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ পরপর দু’টো ম্যাচ তার আগে আমরা হেরেছিলাম। মর্গ্যান ও কালিস দুর্ধর্ষ খেলেছে। কিন্তু আমি আলাদা করে বিসলার সাফল্যের কথা বলব।
কেকেআরের টিম সংস্কৃতির প্রেক্ষাপটে ওর ২৮ রানের ইনিংসটা বড় সাফল্য। কারণ, আমরা অধ্যাবসায়ে বিশ্বাস করি। বিশ্বাস করি, অক্লান্ত চেষ্টায়। কেকেআরে সময় দিয়ে একজন ক্রিকেটারকে মাপা হয়। একটা ব্যর্থতায় যেমন ছুড়ে ফেলা হয় না, আবার কয়েকটা সাফল্যে আকাশেও তুলে দেওয়া হয় না। |