|
|
|
|
লোধা সেলের দাবিতে ধর্না |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লোধা সেল চালু করা-সহ বেশ কিছু দাবিতে সোমবার থেকে মেদিনীপুরে ধর্নায় বসল লোধা-শবর কল্যাণ সমিতি। শহরের গাঁধীমূর্তির পাদদেশে এই কর্মসূচি চলছে। নেতৃত্বে রয়েছেন সমিতির জেলা সম্পাদক বলাইচন্দ্র নায়েক, জেলা সভাপতি যতীন্দ্রনাথ দিগার, ঝাড়গ্রাম মহকুমা সম্পাদক তারাপদ মল্লিক প্রমুখ। সমিতির জেলা সম্পাদকের কথায়, “এই দাবিগুলো আগেও প্রশাসনকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিললেও সুরাহা হয়নি। আমরা আন্দোলন চালিয়ে যাব। লোধা সেল চালু, লোধাদের বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করা-সহ বিভিন্ন দাবিতে আমাদের এই ধর্না কর্মসূচি।”
সোমবার দুপুরে মেদিনীপুর শহরে মিছিল করে সমিতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা সেই মিছিলে যোগ দেন। পরে মিছিল পৌঁছয় গাঁধী মূর্তির পাদদেশে। সমিতির বক্তব্য, ২০০৯ সালে লোধাদের বাড়ি তৈরির জন্য নতুন প্রকল্পের কাজ শুরু হয়। বাড়ি পিছু বরাদ্দ করা হয় ১ লক্ষ টাকা। সঙ্গে শিশু রক্ষনা কেন্দ্রের জন্যও অর্থ বরাদ্দ হয়। তবে, কোনও প্রকল্পই সম্পূর্ণ হয়নি। জঙ্গলমহলের ছেলেমেয়েরা চাকরি পেলেও লোধা- শবররা চাকরি পাচ্ছেন না। সমিতির এক নেতার তোপ, “আগে বামফ্রন্ট সরকার যে ভাবে বঞ্চনা করেছে, এখন মা-মাটি-মানুষের সরকার সেই একই ভাবে বঞ্চনা করছে।” |
|
বিক্ষোভ কর্মসূচি। ছবি: রামপ্রসাদ সাউ। |
অবিলম্বে ঝাড়গ্রাম ও মেদিনীপুরে পরিকাঠামো সহ লোধা সেল চালু করা, সেলে প্রতিটি ব্লক থেকে ৫ জন করে শিক্ষিত লোধা শবর যুবক-যুবতীদের নিয়োগ করা, লোধাদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করা, বনাধিকার আইন (২০০৬) কার্যকর করা, লোধা শবর শিক্ষিত যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে সমিতি। তাদের বক্তব্য, তাঁদের বক্তব্য, লোধা শবর যুবক-যুবতীরা কষ্ট করে পড়াশোনা করছেন। অথচ, চাকরি জুটছে না।
সমিতির এক নেতার কথায়, “বছর চারেক আগেই লোধাদের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত হয়। তবে প্রশাসনিক উদাসীনতায় প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। এরফলে, গরিব মানুষ সমস্যায় পড়ছেন।” কাল, বুধবার পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে বলে জানিয়েছে সমিতি। সমিতির জেলা সম্পাদকের কথায়, “দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।” |
|
|
|
|
|