টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ২
কালীঘাটে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক যুবকের। তাঁরা একটি গাড়িতে ছিলেন। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে সিঁথির মোড়ের কাছে। মৃতদের নাম নবকুমার পড়্যা (৩৫) ও সুষমা তামাত (৩০)। পুলিশ জানায়, সুষমাদেবী বরাহনগরের নেতাজি কলোনিতে থাকেন। তাঁর স্বামী নেপালে থাকেন। এ দিন ভোর পৌনে ৫টা নাগাদ একটি ছোট গাড়িতে চেপে আত্মীয় নবকুমারের সঙ্গে সুষমা কালীঘাটে যাচ্ছিলেন পুজো দিতে। গাড়ি চালাচ্ছিলেন জলেশ্বরের বাসিন্দা নবকুমার। পাশে বসেছিলেন সুষমাদেবী। পিছনে আরও দুই বয়স্ক মহিলা ছিলেন। পুলিশ জানায়, গাড়ির সামনে ছিল একটি লরি। সিঁথির মোড়ের সামনে আচমকাই সেটি দাঁড়িয়ে যায়। তখনই গাড়িটি সজোরে লরির পিছনে ধাক্কা মারে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অন্য দুই মহিলাও আহত হয়ে আরজিকরে ভর্তি। লরিটি আটক হলেও চালক পলাতক।

জাল পাসপোর্ট, ধৃত
জাল পাসপোর্ট-সহ ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার, কলকাতা বিমানবন্দর থেকে। ধৃতের নাম শহিদুল ইসলাম। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে কাতার ঘুরে সৌদি আরব যাওয়ার পথে ধরা পড়েন তিনি। পুলিশ সূত্রের খবর, ২৪ বছরের শহিদুল বাংলাদেশের নাগরিক। ২৯ মার্চ তিনি দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। সেই সময়ে তাঁর কাছে কোনও পাসপোর্ট ছিল না বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার এক দালালের কাছ থেকে তিনি পাসপোর্ট কেনেন বলে শহিদুল পুলিশকে জানিয়েছেন। সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করবেন বলে ঠিক করেছিলেন তিনি।

অসুস্থ হয়ে মৃত্যু বিমানযাত্রীর
মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানযাত্রী। সোমবার সকালের ঘটনা। পাইলট জরুরি অবতরণ করেন কলকাতায়। কিন্তু শেষরক্ষা হয়নি। দুপুরে শহরের এক হাসপাতালে মারা যান ওই যাত্রী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আব্দুল রহমান (৬৮)। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে আরমা ইউলিয়াস রহমান ও জামাই সাপ্রি মোরান মহম্মদ। তাঁদের বাড়ি ইন্দোনেশিয়ায়। তাঁদের নামিয়ে পাইলট বাকি যাত্রীদের নিয়ে সিঙ্গাপুর উড়ে যান। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, আব্দুল সৌদি এয়ারের বিমানে জেড্ডা থেকে সিঙ্গাপুর যাচ্ছিলেন।

পড়ে জখম
সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি অফিসের কাচ পরিষ্কার করতে গিয়ে চারতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। পুলিশ জানায়, আহতের নাম আকবর খান। সোমবার টেকনোপলিস বিল্ডিংয়ে একটি যন্ত্রের উপরে দাঁড়িয়ে কাচ পরিষ্কার করতে করতে আচমকা যন্ত্র ভেঙে দোতলায় পড়ে যান তিনি। তাঁর মাথা, কোমর-সহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

কটূক্তি করে ধৃত
এক মহিলাকে কটূক্তি করা এবং তাঁর শ্লীলতাহানির অভিযোগে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম দীপক মণ্ডল। বাড়ি সল্টলেকের নয়াপট্টিতে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.