উত্তর কলকাতায় শ্রম শিবির
নিজস্ব সংবাদদাতা |
অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে রাজ্য শ্রম দফতরের নজর এখন উত্তর কলকাতায়। শনিবার মোহনবাগান লেনে শ্রম দফতরের অস্থায়ী শিবিরে নাম নথিভুক্ত করা হয়েছে ২৫৬ জন পরিবহণ, নির্মাণ-সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকের। শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার বিতান দে, উপস্থিত ছিলেন ডেপুটি শ্রম কমিশনার রজত পাল। কয়েক জন শ্রমিকের হাতে সরকারি অর্থ সহযোগিতার চেক তুলে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনিই ঘোষণা করেছেন, আগামী ১ মে হাতিবাগান-শ্যামবাজার এলাকার সব শ্রমিককে নথিভুক্ত করানোর জন্য এই ধরনের শিবির আবার হবে।
|
টাকা জমা দিলেও হয়নি চাকরি, গ্রেফতার দু’জন |
শেয়ার বাজারে চাকরি আশায় এক নিয়োগকারী সংস্থায় গিয়েছিলেন শ’দুয়েক তরুণ-তরুণী। চাকরির জন্য দিতে হয়েছিল মাথাপিছু তিন হাজার টাকা। ছিল প্রশিক্ষণের ব্যবস্থাও। কিন্তু মাসখানেক পরেই তাঁরা বুঝতে পারেন, পুরো ব্যাপারটাই ভুয়ো। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান তাঁরা। তার ভিত্তিতে শনিবার রাতে ফ্যান্সি লেনের ওই সংস্থার অফিস থেকে অংশুমান পাল ও দেবব্রত মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়। অংশুমান ওই সংস্থার মালিক, দেবব্রত কর্মী। এক তদন্তকারী অফিসার জানান, রীতিমতো অফিস সাজিয়ে বসেছিলেন অংশুমানেরা। বিশ্বাস অর্জনের জন্য টাকার রসিদ দেওয়া থেকে শুরু করে চাকরির প্রশিক্ষণ সব কিছুরই ব্যবস্থা ছিল। কিন্তু গোলমাল দেখা দেয় পরে। অভিযোগকারীরা পুলিশকে জানান, একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে অনেককে ‘ফেল’ করিয়ে সেই অজুহাত দেখিয়ে চাকরি দেওয়া হয়নি। চাকরি না-হলে টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু তা-ও দেওয়া হয়নি বলে অভিযোগ। |