হুল্লোড়
আধ ডজন আইপিএল
রজনীকান্ত আইপিএল-য়ে চেন্নাই সুপার কিংসের জন্য খেলতে নেমেছেন।
ক্লাইম্যাক্স: জেতার জন্য শেষ বলে তুলতে হবে ২৩ রান...
বোলার বল করল। রজনীকান্ত সজোরে শট নিলেন। বল হয়ে গেল চার টুকরো। এবং বলের প্রত্যেকটা টুকরো ওভার বাউন্ডারি পার। একসঙ্গে চারটে ছয়। চেন্নাই জিতে গেল!
(ইয়ান্না রাস্কেলা!)
এ বারের আইপিএল-য়ের প্রধান স্পনসর পেপসির স্লোগানটা সব থেকে ভাল ভাবে মেনে চলছে কোন ক্রিকেটার?
দিল্লির উন্মুক্ত চন্দ... এখনও পর্যন্ত খেলা দু’টো ম্যাচেই শূন্য রানে চটজলদি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরা... মানে ‘ওহ ইয়েস! আভি!’
দিল্লি ডেয়ারডেভিলস এ বারের আইপিএল-য়ের একমাত্র টিম যেখানে এতগুলো পুরুষের মাঝে এক জন ‘মহিলা’ (জয়বর্ধনে) একদম নিরাপদ! একজন ফাস্ট বোলার-এর বাউন্সার আর ধারাভাষ্য দেওয়ার সময় নভজ্যোত সিংহ সিধুর শায়েরির মধ্যে মিল কোথায়?
দু’টোই মাথার উপর দিয়ে যায়...!

মুম্বইয়ের দীনেশ কার্তিককে বল
করছেন বেঙ্গালুরুর মুরলী কার্তিক...
বলিউডে এই নিয়ে যদি ছবি হয় তার

নাম কী হবে? ‘কার্তিক বোলিং কার্তিক’!


অলঙ্করণ: সুমন চৌধুরী



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.