ডুয়ার্সে পানীয় জল সরবরাহের সমস্যা মেটাতে মাস্টার প্ল্যান তৈরির পরামর্শ দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শনিবার ডুয়ার্সের জয়ন্তীতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ডুয়ার্সের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জলের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বনমন্ত্রী হিতেন বর্মন এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা আমাকে জানিয়েছেন। বলেছি প্রকল্প তৈরী করে জমা দিতে। তা দ্রুত অনুমোদন করা হবে।” গরম পড়তেই ডুয়ার্সের জল কষ্ট ফি বছরের সমস্যা। এ দিন মন্ত্রী জানান, ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পাথর থাকায় গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। জয়ন্তী, কুমারগ্রাম, বীরপাড়া-সহ বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহের জন্য পরিকল্পনা দরকার। সে জন্য শীঘ্রই বাস্তুকার এবং বিশেষজ্ঞদের নিয়ে প্রতিনিধি দল পাঠানো হবে।অন্য দিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে এ দিন ফের বিরোধিতা করেন সুব্রতবাবু। ভোটে কেন্দ্রীয় বাহিনীর খরচ নিয়ে আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন। এ দিন জানান, গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এলেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সময় নির্দেশ ছিল আইন শৃঙ্খলার রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হতে পারে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা যাবে না। সেই কারণে কেন্দ্রীয় বাহিনী এলেও আইপিএলের খেলায় নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে।
|
আলু কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা শিক্ষক গোবিন্দ রায়কে সাসপেন্ড করল ধূপগুড়ি হাইস্কুল কর্তৃপক্ষ। গোবিন্দ বাবু ওই স্কুলের শিক্ষক। ফৌজদারি মামলায় অভিযুক্ত গোবিন্দ বাবুকে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সে কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক পরেশচন্দ্র রায় বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।” গত বছরের ২৫ সেপ্টেম্বর গোবিন্দ রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সরকারি আলু কেনার টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। মাস ছয়েক ফেরার থাকার পর গত ২৬ মার্চ গোবিন্দবাবু আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করলে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলার সম্পাদক প্রবাল রাহা বলেন, “যথা সময়ে পদক্ষেপ করা হবে।”
|
এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের ডাঙিডুপকুল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মী বিশ্বাস (১৯)। রাতে লক্ষ্মীর ঝুলন্ত দেহ দেখে পরিজনরা পুলিশে জানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরেই এই ঘটনা।
|
মদ্যপ অবস্থায় বাবা বকুনি দেওয়ায় ঘুমন্ত অবস্থায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হাসিমারা ফাঁড়ির সাতালি মন্ডলপাড়া গ্রামে। অভিযুক্ত কিশোর সপ্তম শ্রেণির ছাত্র। তাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম আনন্দ ওরাঁও (৩৫)। |