বিদ্রোহী সংস্থায় এ বার সানিয়াও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় টেনিসের আর এক ‘মুখ’ যোগ দিলেন বিদ্রোহীদের দলে। শনিবারই তিনি— সানিয়া মির্জা জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা। বলে দিয়েছেন, ভারতীয় টেনিস প্লেয়ার’স অ্যাসোসিয়েশনে (আইটিপিএ) যোগ দিচ্ছেন। এর আগে ভারতীয় টেনিসের ‘রাম-লক্ষ্মণ-ভরত’, অর্থাৎ লিয়েন্ডার-মহেশ-সোমদেবের নাম যুক্ত হয়েছিল আইটিপিএ-র সঙ্গে। এ দিন সংস্থার প্রেসিডেন্ট জয়দীপ মুখোপাধ্যায়কে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সানিয়া। প্রেসিডেন্টও সবুজ সঙ্কেত দেন সানিয়াকে। রাতে জয়দীপ বলেন, “আমরা কোনও বিরোধ চাই না। আমরা বিদ্রোহী সংস্থাও নই।” জয়দীপ এ কথা বললেও এটা স্পষ্ট— টেনিস সংস্থার সঙ্গে লড়াইয়ে ক্রমশ জোরদার হচ্ছে বিদ্রোহী জোট। সানিয়া যোগ দিলেন ভাইস প্রেসিডেন্ট পদে। লি, হেশ এবং সোমদেব তিন জনই রয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে। শনিবার রাতে সাউথ ক্লাবের নববর্ষের অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে আইটিপিএ-র প্রেসিডেন্ট হওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয় জয়দীপকে। তখনই তিনি প্রথম প্রকাশ্যে জানান সানিয়ার কথা। যা শনিবার পর্যন্ত জানা ছিল না টেনিস কর্তাদের।
|
ভাইচুংয়ের দলকে ৯ গোল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগে ফের বড় ব্যবধানে হেরে ভাইচুং ভুটিয়ার দল ইউনাইটেড সিকিম অবনমনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। শনিবার ঘরের মাঠে ডেভিড বুথের সালগাওকর ৯-০ গোলে হারাল আনোয়ারদের। হ্যাটট্রিক জোসিমারের। জোড়া গোল ফ্রান্সিস এবং মার্কাসের। একটি করে গোল ব্রাজিলীয় লুসিয়ানো এবং নাইজিরীয় ওবাতোলার। এই হারের ফলে লিগ তালিকায় এখন সবার নীচে ইউনাইটেড সিকিম (২৩ ম্যাচে ১৫ পয়েন্ট)। সালগাওকর অবশ্য অবনমনের আশঙ্কা কাটিয়ে ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। |